
ব্রিটেনের গ্ল্যামারাস মডেল রিয়ান সাগডেন (৩১)। রাশিয়ার এক ব্যবসায়ী এক রাতের জন্য তাকে কাছে পেতে চান। এ জন্য প্রস্তাব করেছেন আড়াই লাখ পাউন্ড।
রিয়ানের কিছু বিশেষ ফটোশুট দেখে ওই ব্যবসায়ী এমন প্রস্তাব দিয়েছেন। রিয়ানের এজেন্টের কাছে তিনি ইমেইল মারফত এ প্রস্তাব পাঠিয়েছেন। তবে রুশ ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তি একজন ব্যাংকার ও বিটকয়েন ব্যবসায়ী।
অনলাইন দ্য সানকে একটি সূত্র বলেছে, কোমল মনের অনেক ভক্ত রিয়ানকে অনেক পুরষ্কার দিয়েছেন। কিন্তু এই প্রস্তাব তাকে যেন হাওয়ায় উড়িয়ে নিয়েছে। প্রস্তাবটি জেনুইন। কিন্তু রিয়ান এনগেজড হয়ে আছেন। তিনি সুখে সময় কাটাচ্ছেন। শরীর বিক্রি করার অভ্যাস তার নেই।
উল্লেখ্য আগামী মাসে অলিভার মেলোরের (৩৭) সঙ্গে তার বিয়ে হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/অভি/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net