শিরোনাম
ধ্রুব মিউজিক কটেজে জিসানের ‘বিষের ছুরি’
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৪:৪৪
ধ্রুব মিউজিক কটেজে জিসানের ‘বিষের ছুরি’
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জিসান খান শুভ। ছোটবেলা থেকেই গানের সাথে সখ্যতা তার। ইউটিউবের মাধ্যমে তার গান পাগলামীর কথা জেনেছেন অনেকেই।


এরই ধারাবাহিকতায় তিনি নিয়ে আসছেন তার দ্বিতীয় অফিসিয়াল অডিও-ভিডিও ‘বিষের ছুরি’। গানটির অডিও-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।


গানটির কথা ও সুর করেছেন জিসান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। দোহারের মৈনট ঘাট, বাহ্রা ঘাট, কার্তিকপুর এবং আড়িয়াল খাঁ বিলের বিভিন্ন মনোরেম লোকেশনে ভিন্ন একটি গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা খাইরুল পাপন।


পরিচালক জানালেন, একটি অসাধারণ ফোক গান ‘বিষের ছুরি’। গানের কথার সাথে মিল রেখে গল্প এবং লোকেশন নির্বাচন করে কাজটি করেছি। দর্শক- শ্রোতারা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কাজ দেখতে পাবেন। আশা করছি তাদের ভালো লাগবে।


জিসান জানালেন, খুবই ভালো লাগছে। অনেক যত্ন করে কাজটি করেছি। সাব্বির অর্ণব এবং আইরিন আফরোজ অনেক সুন্দর অভিনয় করেছেন। ভিডিওতে থাকছি আমিও। এখন দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেলেই আমি আগামী কাজের অনুপ্রেরণা পাবো।


আগামী বৃহস্পতিবার ডিএমএসের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ অবমুক্ত করা হবে ‘বিষের ছুরি’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।


প্রসঙ্গত, ফোকগান বাংলা সংগীতের এক অমূল্য ভান্ডার। বাংলা গানের এই রত্নভান্ডারকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ডিএমএস নিয়েছে এক দারুণ উদ্যোগ। প্রতিষ্ঠানটি খুলেছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ নামে নতুন একটি ইউটিউব চ্যানেল।


বিবার্তা/অভি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com