শিরোনাম
পোশাক বিতর্কে পরিণীতি
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৩৭
পোশাক বিতর্কে পরিণীতি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

তারকারা ট্রল বা বিদ্রূপের শিকার এটি আর এখন নতুন কোনো ব্যাপার নয়। কখনো ছোট পোশাক, কখনো ফিগার, কখনো ব্যক্তিগত সম্পর্কসহ নানা বিষয় নিয়ে অভিনেত্রীরা ট্রলের শিকার হচ্ছেন। এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।


বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে সম্প্রতি ইন্টারনেটে ট্রলের ঝড় বয়ে গেছে। বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদানের ফলে এই সমালোচনা। এবার ট্রলের শিকার প্রিয়াঙ্কার চাচাতো বোন, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।


আসন্ন সিনেমা ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রচারে গত শুক্রবার লন্ডনে গিয়েছিলেন পরিণীতি। অনুষ্ঠানে একটি খাটো পোশাক পরে হাজির হয়েছিলেন তিনি। পোশাক নিয়ে বারবার অস্বস্তিতে পড়তেও দেখা যায় তাকে। অথচ সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। তাতেই শুরু হয়ে যায় ‘ট্রলিং’‌। কেউ কেউ ‘‌বডিশেমিং’‌ করেন। লেখেন, ‘‌পরিণীতিকে বড্ড মোটা লাগছে’।‌ কেউ আবার লেখেন, ‘‌অত্যন্ত বাজে পোশাক। পরিণীতির কি কোনো বুদ্ধি নেই?‌’, ‘‌প্রচারে আসার জন্যই এ ধরনের আঁটসাঁট পোশাক পরেছেন পরিণীতি।’ কেউ আবার সরাসরি একধাপ এগিয়ে অশালীন শব্দ ব্যবহার করেছেন। যদিও কোনো ফলোয়ারের কটূ কথারই জবাব দেননি পরিণীতি।


এছাড়া টিভি অভিনেত্রী মৌনি রায়ও এদিন ট্রলের শিকার হয়েছেন। ওজন কমিয়ে বেশি স্লিম হওয়ার কারণে ইনস্টাগ্রামে অনেকেই বিদ্রূপাত্মক মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়া আমাদেরকে তারকাদের অনেকটা কাছাকাছি এনে দিয়েছে, কিন্তু তাই বলে সবসময় ট্রল করাটা কতটা যৌক্তিক? আপনি যে ছবিটি পছন্দ করছেন না, সে ছবির ওপর হুমড়ি খেয়ে পড়াটা কি ঠিক? অপছন্দের ছবিটি এড়িয়ে গেলেই হয়। বিষয়টি ভাবা জরুরি।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com