শিরোনাম
দেশের প্রয়োজনে রাজনীতিবিদ কঙ্গনা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ০৩:৪৭
দেশের প্রয়োজনে রাজনীতিবিদ কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কঙ্গনা রানাওয়াত, একজন আবেদনময়ী ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। সোজাসুজি কথা বলতে পছন্দ করেন তিনি। কেরিয়ার হোক বা ব্যক্তিজীবন স্পষ্ট কথা বলা তার বরাবরের অভ্যাস। সে প্রমাণ আগেও বহু বার দিয়েছেন অভিনেত্রী।


একই পরিচয়ে তিনি আটকে থাকতে পছন্দ করেন না। তাইতো ‘অভিনেত্রী’ থেকে হতে যাচ্ছেন ‘পরিচালক’। দ্রুতই ছবি পরিচালনায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। সেই পরিচয় থেকে আবার রাজনীতিবিদ হতেও প্রস্তুত এই ‘সিমরন’ তারকা।


সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘রাজনীতিতে আসা নিয়ে তার ভাবনাটা কী?’ উত্তরে কঙ্গনা বলেন, ‘রাজনীতিতে যোগ দেয়ার মতো বয়স আমার হয়নি। এমনকি দেশ চালানোর মতো প্রয়োজনীয় জ্ঞানও নেই। তবে দেশের প্রয়োজনে সব কিছু করতে রাজি। আর সেই ‘সব কিছু’র মধ্যে রাজনীতিতে যোগদানের বিষয়টিও আছে।’


তিনি বলেন, ‘আমি যে ধরণের পোশাক পরি, তা মেনে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল আমাকে তাদের দলে নিতে চায় তাহলে আমার আপত্তি নেই। আসলে রাজনীতি খারাপ নয়, তবে রাজনৈতিক নেতারা যে ধরণের পোশাক পরে তা আমার পছন্দ নয়।’


তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বেশ পছন্দ। আর এ কথা প্রথম থেকেই জানিয়ে এসেছিলেন কঙ্গনা। এবার আবারও একবার নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী।


এখানেই শেষ নয়, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসা করে বলেন, ‘তিনি গণতন্ত্রের যোগ্য নেতা।’ ২০১৯ সালের লোকসভার নির্বাচনে তাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বানও করেন তিনি।



সম্প্রতি, শর্ট ফিল্ম ‘চলো জিতে হ্যায়’ স্ক্রিনিংয়ে যোগ দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। যে শর্ট ফিল্মটি নরেন্দ্র মোদির প্রথম জীবনের প্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে।


সেখানে গিয়ে সিনেমাটি সম্পর্কে কঙ্গনা বলেন, ‘সিনেমাটি ভীষণই সুন্দরভাবে নির্মিত হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যিনি ছেলেবেলায় ভীষণ সংবেদনশীল শিশু ছিলেন। যার জীবন বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে কেটেছে। তবে আমার মনে হয়, এই সিনেমাটা যতটা না নরেন্দ্র মোদির সম্পর্কে তুলে ধরা হয়েছে, তার থেকেও এখানে বেশি উঠে এসেছে আমাদের কথা। সমাজের প্রয়োজনে কীভাবে সকলকে জেগে উঠতে হবে। যদিও এই সিনেমাতে নরেন্দ্র মোদির জীবনের খুব সামান্য অংশই উঠে এসেছে।’


এই অনুষ্ঠানেই কঙ্গনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তিনি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) হওয়ার জন্য একটুও উপযুক্ত নন। তিনি তার বাবা-মায়ের জন্য এই জায়গায় পৌঁছননি। তিনি এই জায়গায় পৌঁছেছেন কারণ তিনি গণতান্ত্রিক এই দেশেকে চালনা করার জন্য একজন উপযুক্ত নেতা। আমার তাকে নির্বাচিত করেছি। তিনি আজ যে জায়গায় আছেন, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। তার যোগ্যতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’


পাশাপাশি কঙ্গনাকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদির কি আগামী নির্বাচনের পরেও প্রধানমন্ত্রী থাকা উচিত? জবাবে কঙ্গনা বলেন, ‘অবশ্যই। কেন নয়? ৫ বছর একটা দেশকে অন্ধকূপ থেকে বের করা সম্ভব নয়। আর আমাদের দেশ এখনও সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। আমদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করি উচিত।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com