শিরোনাম
সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় সালমান-অক্ষয়
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ২২:২০
সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় সালমান-অক্ষয়
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস। যাতে প্রথম ১০০ জনের মধ্যে তালিকায় জায়গা করে নিয়েছেন সালমন খান ও অক্ষয় কুমার।


মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এ তালিকায় সালমান খান, অক্ষয় কুমারের নাম থাকলেও নেই বলিউড কিং শাহরুখ খানের নাম।


এদিকে, বক্স অফিসে বহুদিন সাফল্য নেই কিং খানের। ‘ডিয়ার জিন্দেগী’, ‘রইস’, ‘জাব হ্যারি মেট সেজল’- কাঙ্খিত ব্যবসা করতে পারেনি। নামের জোরেই যেটুকু আয় করেছিল ছবিগুলি। এমনই সময় তিনি ফোর্বসের তালিকা থেকেও পড়লেন বাদ।


গত বছর ১ জুন থেকে চলতি বছর ১ জুন পর্যন্ত বিশ্বের তারকাদের ট্যাক্স প্রদানের পূর্বের আয়ের জরিপে তৈরি হয়েছে এ তালিকা। এবার ১০০ তারকার সম্মিলিত আয় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এর মধ্যে এ বছর ১১ জন তারকার আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।


ফোর্বসের জরিপ অনুযায়ী এই বছর সবচেয়ে বেশি আয় করা তারকা মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার আয় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার ৭৬তম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। সালমান খান রয়েছেন ৮২তম স্থানে। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এ তালিকায় থাকলেও এবার নেই শাহরুখ। ৩৮ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে গত বছর ৬৫তম স্থানে ছিলেন তিনি।


ফোর্বসের জরিপে সবচেয়ে বেশি আয় করা তারকাদের মধ্যে শীর্ষ দশ জনের নামের তালিকা দেয়া হলো:


১. ফ্লোয়েড মেওয়েদার (বক্সার) -২৮৫ মিলিয়ন মার্কিন ডলার


২. জর্জ ক্লুনি (অভিনেতা, ব্যবসায়ী)-২৩৯ মিলিয়ন মার্কিন ডলার।


৩. কাইলি জেনার (মডেল)-১৬৬.৫ মিলিয়ন মার্কিন ডলার।


৪. জুডি শেইন্ডলিন (টিভি ব্যক্তিত্ব ও আইনজীবী)-১৪৭ মিলিয়ন মার্কিন ডলার


৫. ডোয়াইন জনসন (অভিনেতা)-১২৪ মিলিয়ন মার্কিন ডলার


৬. ইউ ২(ব্যান্ড)-১১৮ মিলিয়ন মার্কিন ডলার


৭. কোল্ডপ্লে (ব্যান্ড)-১১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার


৮. লিওনেল মেসি (ফুটবলার)-১১১ মিলিয়ন মার্কিন ডলার


৯. এড শিরান (সংগীতশিল্পী)-১১০ মিলিয়ন মার্কিন ডলার


১০. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার)-১০৮ মিলিয়ন মার্কিন ডলার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com