শিরোনাম
জাজের প্রযোজনায় অমিতাভ রেজার ছবি ‘পুনরুজ্জীবন’
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৮:০৬
জাজের প্রযোজনায় অমিতাভ রেজার ছবি ‘পুনরুজ্জীবন’
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবির নাম ‘পুনরুজ্জীবন’। এ ছবিটি পরিচালনা করবেন ‘আয়নাবাজি’খ্যাত পরিচালক অমিতাভ রেজা। কয়েকদিন আগেই জীবনের প্রথম ছবি পরিচালনার জন্য জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


নতুন ছবির বিষয়ে অমিতাভ রেজা জানান- ''হ্যাঁ, আমি জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পুনরুজ্জীবন’ ছবিটি পরিচালনা করব। তবে এ ছবিটি কোরবানির ঈদের পর শুটিং শুরু হবে। এর বেশি কিছু এখন জানাতে চাই না।''


অমিতাভ রেজা বর্তমানে ‘রিক্সা গার্ল’ নামে নতুন আরেকটি ছবি নিয়েও বর্তমানে শুটিং পরিকল্পনা করছেন। তবে গত রবিবার জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক ভেরিফাইড পেইজে ‘পুনরুজ্জীবন’ ছবির বিষয়ে ঘোষণা দেন।


এই প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, অমিতাভ রেজার সঙ্গে সিনেমা করছে জাজ মাল্টিমিডিয়া। এটাই নতুন খবর। তবে এ ছবিতে নায়ক-নায়িকা বা অন্য কলাকুশলী কারা থাকবেন তা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব। বেশি দেরি করব না। শিগগিরই সবকিছু সকলে জানতে পারবেন।


অমিতাভ রেজা ও জাজ মাল্টিমিডিয়া প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের ধারণা- এটা একটা ভালো প্রজেক্টই হবে।


এদিকে ‘রিক্সা গার্ল’ ছবির চমক হিসেবে জানা গেছে, এই ছবির বড় চমক হলো অমিতাভের এ ছবিতে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। জানা গেছে, ‘রিকশা গার্ল’ ছবিতে শাকিব খানকে দেশের জনপ্রিয় নায়ক হিসেবেই দেখানো হবে।


অমিতাভ রেজা চৌধুরী জানান, দেশের মানুষের কাছে শাকিব খান যেমন, ঠিক সেভাবেই আমরা তাঁকে পর্দায় উপস্থাপন করব। তবে এটি কোনোভাবেই অতিথি চরিত্র নয়।


ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিক্সা গার্ল’ বইটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বাধিক বিক্রির তালিকার শীর্ষে ছিল। নিজের নতুন ছবির জন্য এই উপন্যাস বেছে নেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।


বিবার্তা/অভি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com