শিরোনাম
একসঙ্গে প্রথমবার আমিন খান ও পপি
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ০০:০৮
একসঙ্গে প্রথমবার আমিন খান ও পপি
ছবি: মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

আগামী ৮ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’তে অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’। আর এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রথমবার একসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পারফর্ম করবেন চিত্রনায়ক আমিন খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। এর আগেও আমিন খান পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পারফর্ম করেছেন , তবে এবারই প্রথম দু’জন একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছেন। এরইমধ্যে আমিন খান ও পপি রাজধানীর কারওয়ান বাজারের বিএফডিসিতে মহড়ায় অংশ নিয়েছেন। প্রায় প্রতিদিনই মহড়া চলছে।


আমিন খান বলেন,‘ আমি আর পপি বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছি। কিন্তু স্টেজ এ আমরা একসঙ্গে পারফর্ম করিনি কখনো। এবারই প্রথম তাও আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে অনেক সম্মানের বলেই আমি মনেকরি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের পারফর্ম্যান্স উপভোগ করবেন। আমি আর পপি দু’তিনটি গানে আমরা দু’জন একসঙ্গে পারফর্ম করবো। যেমন তুমি যেখানে আমি সেখানে, চুল ধইরোনা খোপা খুলে যাবে, তুমি আমার জীবন এই ধরনের গানে পারফর্ম করবো আমরা। ’


পপি বলেন,‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে পারফর্ম করাটাকে আমি সবসময়ই বেশ গুরুত্ব দিয়ে আসছি। এর আগেও আমি পারফর্ম করেছি। আমিন ভাইয়ের সঙ্গে সিনেমার পর্দায় আমাকে তার নায়িকা হিসেবে দেখেছেন। আবার আমরা দু’জন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় সাহসী যোদ্ধা নামে একটি চলচ্চিত্রে অভিনয়ও করছি এখন। যে কারণে সবমিলিয়ে এই মুহুর্তে তার আর আমার একসঙ্গে পারফর্ম করার বিষয়টি আমার কাছে ভালোলেগেছে। ধন্যবাদ আয়োজকদের যারা আমাদের দু’জনকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ করে দিয়েছেন। আশা করছি এবারের সাংস্কৃতিক পর্ব অনেক বেশি উপভোগ্য হবে।’


আমিন খান ও পপি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’। এরপর তারা দু’জন বিভিন্ন সময়ে জুটি হয়ে এবং সহশিল্পী হিসেবে ‘মা আমার বেহেস্ত’,‘লুটপাট’,‘হীলা চুনি পান্না’,‘মন দিওয়ানা’, ‘বিশ্ব বাটপার’,‘দুই ভাইয়ের যুদ্ধ’,‘ক্ষ্যাপা বাসু’, ‘কসাই’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।


বিবার্তা/অভি/মারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com