শিরোনাম
বাবা-মেয়ের প্রথম ছবির টিজার
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ২৩:৩৪
বাবা-মেয়ের প্রথম ছবির টিজার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুমার শানুর গাওয়া ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানটি অনেকেরই শোনা। ‘১৯৪২ লাভ স্টোরি’ ছবির এই গানটির আবেদন এখনো ফুরায়নি। গানের রেশ টেনেই ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ নামে বলিউডে ছবি নির্মিত হয়েছে। আজ ২৯ জুন ছবিটির টিজার মুক্তি পেয়েছে।


‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির মূল আকর্ষণ অনিল কাপুর ও সোনম কাপুর। কারণ ছবিতে এই প্রথমবারের মত বাবা-মেয়ে একসঙ্গে অভিনয় করেছেন।


‘১৯৪২ লাভ স্টোরি’ ছবিতেও অনিল কাপুর ছিলেন। তার বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। কিন্তু এবার অনিল কাপুরের বিপরীতে থাকছেন জুহি চাওলা। এছাড়া রাজ কুমারা রাও এবং অভিনেত্রী রেজিনা কাসান্দ্রাকে দেখা যাবে ছবিতে।


বিভিন্ন সময়ে মানুষের প্রেমের সম্পর্কগুলো কেমন ছিল সেটাই ছবিতে তুলে ধরা হয়েছে। ১ মিনিট ১৫ সেকেন্ডের টিজারের শুরুতেই ‘১৯৪২ লাভ স্টোরি’ ছবির ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানটি দেখানো হয়। এরপর ২০১৮ সালের প্রেক্ষাপটে ফিরিয়ে আনা হয়, যেখানে সোনম কাপুরকে বলতে শোনা যায়, ‘সত্যিকারের ভালোবসার সম্পর্কে কোনো না কোনো জটিলতা তো থাকবেই।’


অর্থাৎ এক সময়ের সহজ সরল ভালোবাসা বর্তমান সময়ে বেজায় জটিল। এমনটিই তুলে ধরা হয়েছে ছবিতে।


‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিটি একটি পাঞ্জাবি পরিবারের গল্প। যেখানে দেখা যাবে একজন অসুখী বিবাহিত নারীর সহকর্মীর সঙ্গে তাঁরা বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের গল্প। শেলি চোপড়া ধর পরিচালিত ছবিটি চলতি বছর ১২ অক্টোবর মুক্তি পাবে।


দেখুন টিজারটি




বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com