শিরোনাম
‘নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি’
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৫:৪৯
‘নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি’
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ফোর্বস উইমেন সামিট ২০১৮ এর অংশগ্রহণ করেছেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘নারী হিসেবে এটি একটি মারাত্মক অর্জন, সর্বোপরি আমাদের নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।’


সম্প্রতি ফোর্বস উইমেন সামিটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ঈন্দো নুঈর সাথে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সেই সকল নারীদের জোড়ালোভাবে সমর্থন করি। যারা নিজের হাতে তাদের ভাগ্য গ্রহণ করেন। উচ্চাকাঙ্ক্ষার কোনো রঙ নেই এবং এটি আমার চালিত প্রকৃতি বলা যায়। এই উচ্চাকাঙ্খাই আমাকে স্বপ্ন পূরণ করতে এবং বিশ্বের নারীদের সাথে সংযুক্ত হতে সহায়তা করে।’


অনুষ্ঠান শুরুর আগে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, কাজের ক্ষেত্রে তিনি অনেক সময়ই দুর্নীতির মুখোমুখি হন। তবে বুদ্ধি খাটিয়ে কাজটা করেন নির্ভয়ে।


নতুন প্রকল্পের কাজ শুরুর ব্যাপারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘যখন আমি কোনো নতুন প্রকল্প শুরু করার কথা ভাবি। তখন প্রথমে নিজেকে প্রশ্ন করি। আমি কি এটা চাই? অতঃপর আমি সিদ্ধান্ত গ্রহণ করি।’


বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিনমুলুকের বাসিন্দা। বছরব্যাপী তিনি সৃজনশীল ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে চলছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি এখন একটি সৃষ্টিশীল জায়গায় অবস্থান করছি এবং আমি চাই এই অবস্থানে থেকে অনেক সৃজনশীল কাজ করতে। আসলে আমরা যে যা কিছুই করি না কেন! আমাদের নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com