
ঈদের জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘মাহিনের লাল ডায়েরি’। আরটিভিতে নাটকটির আজ শেষ পর্ব প্রচার হবে।
এর গল্পে দেখা যাবে, মাহিন কক্সবাজার একটি ব্যাংকে চাকরি করেন। সে কলকাতার দিদার সাহেবের বিয়ে ঠিক করেছে তারই ব্যাংকের কলিগ ইতির সঙ্গে। সেই সুবাদে রোদেলা, মেঘলা, রিয়াসহ অনেকেই কক্সবাজার আসে। রোদেলা মাহিনের প্রতি অনেকটাই দুর্বল। মনের কথা সরাসরি মাহিনকে বলতে পারছে না, তাই সে ডায়েরিতে কথাগুলো লিখে রেখেছে। রোদেলার সেই ডায়েরি তার ছোটবোন মেঘলার মাধ্যমে মাহিনের কাছে পৌঁছায়।
অন্যদিকে মাহিন মনে করে ডায়েরির লেখাগুলো মেঘলার। এদিকে ইতি এখন দিদার সাহেবকে বিয়ে করতে চাচ্ছে না, তাই তার মনের কথাগুলো একটি ডায়েরিতে লিখে মাহিনকে দেয় দিদারকে দেয়ার জন্য। কারণ ইতি পছন্দ করে মাহিনকে। মাহিন ভুলে রোদেলার ডায়েরি দিয়ে দেয় দিদারকে, আর দিদার মনে করে রোদেলা তার প্রেমে পড়েছে। এরপর বাধে নানান ধরনের গণ্ডগোল, নানান ধরনের মজার মজার ঘটনা। এমন সব কাহিনি নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘মাহিনের লাল ডায়েরি’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফারুক আহমেদ, আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, এ.কে আজাদ, রোবেনা রেজা জুঁই প্রমুখ। আজ রাত ৯টা ৪৫ মিনিটে আরটিভিতে নাটকটির শেষ পর্ব প্রচার হবে।
বিবার্তা/অভি/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net