
দীর্ঘ পাঁচ বছর পর স্বীকার করলেন দীপিকা পাডুকোন। মিডিয়ার বিভিন্ন প্রশ্ন এতদিন এড়িয়েই এসেছিলেন এই জুটি।
সম্প্রতি রণবীর সিংয়ের ইনস্টাগ্রামের পোস্টে কমেন্ট সেকশনে দীপিকা লিখেছেন- ‘Mine’. ব্যস! ফ্যানেদের নজরে পড়তে কী আর বেশি সময় লাগে। দীপিকার কমেন্ট দেখতেই সঙ্গে সঙ্গে তার কমেন্টের স্ক্রিনশট করে নেয় ভক্তরা। দীপিকা হয়ত ভেবেছিলেন অগণিত মানুষের কমেন্টের মাঝে তিনি যদি কমেন্ট করে বসেন তাহলে কারও হয়তো চোখে পড়বে না।
এতেই ভক্তরা ধরে নিয়েছেন যে বিয়ের গুঞ্জন একেবারেই মিথ্যা নয়। এ বছর নভেম্বরে ঠিক হয়েছে বিয়ের দিন। বিয়ের কেনাকাটা এখনও চলছে।
শোনা গেছে, একটি গহনার সংস্থা দীপিকার জন্য বিশেষ নক্সা করা ওয়েডিং জুয়েলরি বানাতে যাচ্ছেন। সেই ডিজাইন ঠিক করতেই মাস খানেক আগে সেই গহনার দোকানের সামনে দীপিকা এবং তার মাকে দেখা যায়।
এছাড়াও নায়িকা হাতে কোন সিনেমার কাজ রাখেননি। তোড়জোড় করছেন বিয়ের প্রস্তুতি নিয়ে। দীপিকাকে বেশ কয়েকবার রণবীরের বাড়ি থেকে বের হতে দেখা গেছে।
অন্যদিকে রণবীরকে, দীপিকার পরিবারের সঙ্গে রেস্টুরেন্টের বাইরে দেখা গেছে।
বিবার্তা/শাহনাজ/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net