শিরোনাম
তাদের ঈদের নাটক ‘মেন্টাল ফ্যামেলি’
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৭:৫৩
তাদের ঈদের নাটক ‘মেন্টাল ফ্যামেলি’
প্রিন্ট অ-অ+

আগামী ৮ জুলাই চঞ্চল চৌধুরীর হাতে দ্বিতীয়বারের মতো উঠছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই পুরস্কার লাভ করতে যাচ্ছেন।


এর আগে মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চঞ্চল চৌধুরী এরইমধ্যে ঈদের সব নাটকের কাজ শেষ করেছেন। ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চঞ্চল চৌধুরী অভিনীত বিশেষ নাটক ‘মেন্টাল ফ্যামেলি’ প্রচার হবে। ঈদের ২য় দিন সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে বিরতীহীনভাবে প্রচার হবে নাটকটি।


বৃন্দাবন দাসের রচনায় ও দীপু হাজরার পরিচলানায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, আ খ ম হাসান, শাহানাজ, খুশী, দিব্য, সৌম্য, মাসুদ রানা, মিঠু, উর্মি প্রমুখ।


নাটকের গল্পে দেখা যাবে- চঞ্চল ও খুশী ভাই বোন, প্রতি বছরের ন্যায় খুশী ভাইয়ের বাড়িতে স্বামী হাসানকে সঙ্গে নিয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসেন। কিন্তু বিষয়টি চঞ্চলের স্ত্রী মিলি কোনোভাবেই মেনে নিতে পারেন না। কারণ তিনিও ঈদে নিজের বাবার বাড়ি যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেধে যায় তুমুল বাক-বিতণ্ড।


অপরদিকে, হাসান এ বাড়ির জামাই হওয়া সত্ত্বেও তার বেশি যত্ন করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে না এ নিয়ে বেধে যায় বিশাল কাণ্ড। এতে পাশের বাড়ির লোকজন বলাবলি শুরু করেন যে- পুরো পরিবারটিই একটি ‘মেন্টাল ফ্যামেলি’। এমন অনেক মজার মজার ঘটনাকে সামনে রেখে এগিয়ে যায় নাটকের কাহিনী।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com