শিরোনাম
‘কান উৎসব চলাকালীন আমাকে ধর্ষণ করেছিল ওয়েইন্সটিন’
প্রকাশ : ২১ মে ২০১৮, ১৭:০৩
‘কান উৎসব চলাকালীন আমাকে ধর্ষণ করেছিল ওয়েইন্সটিন’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হলিউড প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুরানো । এরপর বহু ঘটনা ঘটে গেছে। তবে এ বার কান চলচ্চিত্র উৎসবেরসমাপ্তি অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠেছিলেনইতালীয় অভিনেত্রী-পরিচালক, ৪৩ বছর বয়সি এশিয়া আর্জেন্টো। সেই মঞ্চেদাঁড়িয়েই তিনি বলেন, ‘১৯৯৭ সালে এই কান উৎসব চলাকালীনই আমাকেধর্ষণ করেছিল ওয়েইন্সটিন। আমার তখন একুশ বছর বয়স ছিলো।’


কান কর্তৃপক্ষের দিকেও আঙুল তুলে তিনি দাবি করেন, এত বছর ধরেঅনেকেই ওয়েইন্সটিনের স্বরূপ জানতেন। কিন্তু কেউ কিছুই বলতেন না। তবেতার আশা, ‘হার্ভিকে এখানে, এই মঞ্চে আর কোনও দিন স্বাগত জানানো হবে না। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে ওর অপরাধের জন্য বর্জন করবে।’


এশিয়া আর্জেন্টো বলেন, ‘এই মুহূর্তে, আপনাদের সকলের মধ্যে হয়তো এমন অনেকেই বসে রয়েছেন, যারা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে থাকেন। তাদের বলছি, আপনাদের আমরা চিনি। মুখোশের আড়ালে বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না। আপনাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।’


‘দ্য নিউ ইয়র্কার’-এর এক নিবন্ধে ওয়েইন্সটিনের বিরুদ্ধে যখন প্রথম ধর্ষণেরঅভিযোগ তোলেন বেশ কয়েকজন তারকা, তখন সেই তালিকায় ছিলেনএশিয়াও। সেই অভিযোগ অস্বীকার করেছিলেন ওয়েইন্সটিনের আইনজীবী।তবে ঘটনার কথা অস্বীকার করা হয়নি।


একটি বিবৃতিতে ওয়েইন্সটিনের পক্ষে জানানো হয়েছিল, সে বারের সেই যৌনসম্পর্ক দু’পক্ষের সম্মতিতেই হয়েছিল। ধর্ষণ ছিল না। যা মানেননি এশিয়াআর্জেন্টো। তিনি আরও দাবি করেছিলেন, ২০০০ সালে তার পরিচালিত‘স্কারলেট ডিভা’ সিনেমাটিতে যে ধর্ষণের দৃশ্য রয়েছে, তা তার নিজেরঅভিজ্ঞতার কথা মাথায় রেখেই। সূত্র : আনন্দবাজার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com