শিরোনাম
সউদি আরবের প্রথম সিনেমা হল চালু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৮, ২০:৩৫
সউদি আরবের প্রথম সিনেমা হল চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবের প্রথম সিনেমা হল গত বুধবার (১৮ এপ্রিল) চালু করা হয়েছে। রাজধানী রিয়াদের বাদশা আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হলটি চালু করা হয়।


প্রথাগতভাবে ফিতা কেটে হলটি উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের হলিউডের ব্লকবাস্টার ''ব্ল্যাক প্যান্থার'' ছবিটি দেখানো হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সউদি সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আওআদ আলআওআদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর এদেশে সিনেমা ফিরে আসাটা দেশের আধুনিক ইতিহাস ও সাংস্কৃতিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে আজ আমরা দেশবাসীর জীবনমান উন্নয়নের ওয়াদা পূরণের পথে আরো এক পা এগিয়ে গেলাম।


তিনি বলেন, বিভিন্ন সংস্কৃতিকে কাছাকাছি আনার ক্ষেত্রে সিনেমা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সউদি আরব তার ভূমিকা পালনে প্রস্তুত।


এ সপ্তাহেই সিনেমা হলটি সাধারণ দর্শকদের জন্য খুলে দেয়া হবে। কিভাবে এর টিকেট পাওয়া যাবে তা শুক্রবার জানানো হবে।


উল্লেখ্য, সউদি আরব ২০৩০ সালের মধ্যে কমবেশি সাড়ে তিন শ' সিনেমা হল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com