শিরোনাম
সউদি পত্রিকায় বঙ্গবন্ধু চলচ্চিত্র নগরীর খবর
প্রকাশ : ২৮ মার্চ ২০১৮, ১৬:৪১
সউদি পত্রিকায় বঙ্গবন্ধু চলচ্চিত্র নগরীর খবর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরবের ইংরেজি দৈনিক ''আরব নিউজ''-এ বুধবার বাংলাদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু চলচ্চিত্র নগরীর খবর ফলাও করে প্রকাশিত হয়েছে।


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেনের উদ্ধৃতি দিয়ে পত্রিকায় লেখা হয়, রাজধানী ঢাকার অদূরে ১৫০ একর জমির ওপর চলচ্চিত্র নগরীটি নির্মিত হচ্ছে। ইতিমধ্যে এর প্রায় অর্ধেক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।


তিনি বলেন, এটিকে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র নগরী রূপে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এর নির্মাণকাজে ইতিমধ্যে আমরা আড়াই মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছি। তবে এ মেগাপ্রজেক্ট নির্মাণ সম্পন্ন করতে আরো কয়েক বছর লেগে যাবে এবং এতে ৭০ থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।


তিনি জানান, সারা দেশে ৫০টি সিনেমা হল সংস্কার করারও পরিকল্পনা নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ছয় মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চলচ্চিত্রনির্মাতাদের উন্নত লজিস্টিক সাপোর্ট দিতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে সর্বাধুনিক সরঞ্জাম কেনা হয়েছে, যেগুলো এখন তাঁরা ব্যবহারও করছেন।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com