শিরোনাম
দুই বছর পর দিলরুবা সাথী
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ২২:৫৫
দুই বছর পর দিলরুবা সাথী
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

অনন্যা রুমার প্রযোজনায় যে প্রিয় মুখটিকে প্রায় প্রতিদিনই চ্যানেল আইয়ের পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করতে দেখা যায় তিনি জনপ্রিয় উপস্থাপক দিলরুবা সাথী।


একই চ্যানেলে কর্মরত অন্য উপস্থাপকদের চেয়ে সাথী একটু আলাদা এ কারণেই যে হঠাৎ হঠাৎ তাকে অভিনয়েও দেখা যায়। অভিনয়ে অভিজ্ঞতা আছে বলেই দুই বছর পর আবারো অভিনয়ে ফিরলেন নন্দিত এই উপস্থাপক।


রেজানুর রহমানের রচনা ও নির্দেশনায় দিলরুবা সাথী অভিনয় করছেন স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবি ‘এইমাত্র পাওয়া খবর’-এ।


শুক্রবার সকাল থেকে রাজধানীর উত্তরায় টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজীব সালেহীন। টেলিছবির গল্পে দিলরুবা সাথী অভিনয় করছেন সুবর্ণা চরিত্রে। সুবর্ণা একজন মঞ্চকর্মী এবং বুদ্ধিজীবী পরিবারের সন্তান। সোহান নামের যে ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব সে রাজাকার পরিবারের সন্তান। এই নিয়েই দ্বন্দ্ব এবং শেষতক মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।


আবারো রেজানুর রহমানের নির্দেশনায় অভিনয় প্রসঙ্গে দিলরুবা সাথী বলেন, দুই বছর আগে রেজানুর রহমান ভাইয়ের নির্দেশনাতেই কাজ করেছিলাম। তারই নির্দেশনায় আবারো অভিনয় করছি। তার নির্দেশনায় কাজ করা খুব আরামের। কারণ তাদের স্নেহ, ভালোবাসায় বেড়ে ওঠার কারণে শাসন ও আদর দুইয়ের মধ্যদিয়েই কাজ করা হয়ে যায়। রেজানুর ভাই অনেক ফ্রেন্ডলি। কাজের ব্যাপারে আলাপ আলোচনার কারণে কাজটা অনেক সাবলীল এবং সহজ হয়ে যায়। এইমাত্র পাওয়া খবর টেলিছবির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন আশা করছি ভালো লাগবে দর্শকের।


দিলরুবা সাথী জানান, আসছে স্বাধীনতা দিবসে টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। দিলরুবা সাথী সর্বশেষ দুই বছর আগে রেজানুর রহমানের নির্দেশনায় ‘সাইরেন’ টেলিছবিতে অভিনয় করেছিলেন।


এদিকে দিলরুবা সাথী নিয়মিত চ্যানেল আইতে অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’ ,‘আমার যতো গান’র নিয়মিত উপস্থাপনার পাশাপাশি বিশেষ বিশেষ দিবসের বিশেষ বিশেষ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনাপ করেন।


বিবার্তা/অভি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com