শিরোনাম
১৭ বছর পর প্লে-ব্যাক করলেন মৌসুমী
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১৫:১৬
১৭ বছর পর প্লে-ব্যাক করলেন মৌসুমী
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

ছোটবেলা থেকেই টুকটাক গান করেন মৌসুমী। যে কারণে কয়েকটি সিনেমাতে তিনি বিভিন্ন সময়ে গানও গেয়েছেন। সর্বশেষ ১৯৯৯ সালে ‘মগের মুল্লুক’ সিনেমাতে গান গেয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমায় গান গাওয়ার বিশেষ অনুরোধ থাকলেও মৌসুমীকে আর গান গাইতে দেখা যায়নি। দীর্ঘ ১৭ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা আবারো গান গাইলেন।
সোহানুর রহমান সোহানের শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’-এর জন্য গেয়েছেন তিনি। জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে গানটি লিখেছেন মুন্শী ওয়াদুদ। গত সপ্তাহে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান সোহান।
তিনি বলেন, ‘আমি মৌসুমীর গানের ভক্ত। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সে এখনো হারমোনিয়াম নিয়ে গান করে। শুনতে খুব ভালো লাগে। তা ছাড়া ‘মগের মুল্লুক’ সিনেমাতে তার গাওয়া ‘কী দারুণ দেখতে’ অনেক জনপ্রিয় হয়েছিল। ভেবেচিন্তে আমি তাকে পছন্দ করেছি। সে গেয়েছেও দারুণ। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
নিজের নাম ভূমিকায় অভিনয় করা ‘মৌসুমী’ সিনেমাতে ১৯৯৩ সালে প্রথম প্লে-ব্যাক করেন মৌসুমী।
মৌসুমী বলেন, ‘সোহান ভাইয়ের বিশেষ অনুরোধেই আসলে গানটি করা। কারণ চলচ্চিত্রে আমার গুরু তিনিই। তাই গুরুর বিশেষ অনুরোধ না রাখা আমার পক্ষে সম্ভব ছিলো না। তাই গানটি গেয়েছি। কেমন গেয়েছি জানি না। তবে চেষ্টা করেছি ভালোভাবে গাইবার। আশাকরি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’
এদিকে ফেরদৌস প্রযোজিত মৌসুমী অভিনীত ‘পোস্ট মাস্টার ৭১’ সিনেমার কাজ আপাতত বন্ধ আছে। অন্যদিকে সাজিন আহমেদ বাবুর নিদের্শনায় মৌসুমী শেষ করেছেন একটি ঈদ টেলিফিল্মের কাজ। এতে তার বিপরীতে আছেন তৌকীর আহমেদ।
বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com