শিরোনাম
যৌন হয়রানির প্রতিবাদে খোলা চিঠি ১৯০ অভিনেত্রীর
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৮
যৌন হয়রানির প্রতিবাদে খোলা চিঠি ১৯০ অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে শোবিজ অঙ্গন। বিশেষ করে হলিউড। বিখ্যাত সব তারকারা প্রকাশ্যে ফাঁস করছেন তাদের গোপন কথা। হার্ভের ওয়েনস্টিনের মতো ক্ষমতাধর ব্যক্তিরাও এই অভিযোগ থেকে মুক্তি পাচ্ছে না। চলমান প্রতিবাদ অনেকটা আন্দোলনে রূপ নিয়েছে।


এতো দিন যা বলতে পারেননি লজ্জা কিংবা ক্যারিয়ারের কথা চিন্তা করে, তা আজ ফাঁস করছেন সবার সম্মুখে। এবার সেই আন্দোলনের বাতাস লেগেছে ব্রিটেনেও। দেশটির একাধিক অভিনেত্রী সোচ্চার হয়ে উঠেছেন। জোটবদ্ধ হয়েছেন যৌন হয়রানি বন্ধে।


সম্প্রতি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১৯০ ব্রিটিশ অভিনেত্রী। গণমাধ্যমে প্রকাশিত সেই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- এমা থম্পসন, কেইরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো তারকারা।


যৌন হয়রানির শিকার নারীদের সাহায্যার্থে তহবিল গড়ারও উদ্যোগ নেয়া হয়েছে। যাতে এরইমধ্যে এক মিলিয়ন ডলার দিয়েছেন এমা ওয়াটসন।


উল্লেখ্য, রবিবার রাতে লন্ডনে বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ডের আসর। যৌন হয়রানির প্রতিবাদ জানাতে আসরে লাল গালিচায় কালো পোশাক পরে আসবেন তারকারা। এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ডের আসরে কালো পোশাক পরেছিলেন তারকারা।


অপরদিকে সম্প্রতি মার্কিন পপ সঙ্গীতের পুরষ্কার অনুষ্ঠান গ্র্যামি অ্যাওয়ার্ডের সময় তারকারা সাদা গোলাপ পরে যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওই বিক্ষোভ ছিলো স্বতঃস্ফূর্ত। এরপর যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার ঘোষণা দেয় ব্রিটেনের পপ সংগীতের সেরা পুরষ্কার ব্রিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপক, অতিথি এবং পারফর্মাররা। সূত্র : দ্য অবজারভার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com