শিরোনাম
মানবতার জন্য পুরস্কার পেলেন তারা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫০
মানবতার জন্য পুরস্কার পেলেন তারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানুষের জন্য কাজ করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে পুরস্কৃত হলেন বলিউড কিং শাহরুখ খান, ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন ও অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্লানচেট। ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তারা।


সমাজে ইতিবাচক পরিবর্তনের কারণে ক্রিস্টাল অ্যাওয়ার্ড প্রদান করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। ভারতে নারী ও শিশুর অধিকার আদায়ে কাজের জন্য এ পুরস্কার পেয়েছেন শাহরুখ। অন্যদিকে শরণার্থী মানুষ নিয়ে কাজ করে এ সম্মাননা পেয়েছেন কেট ব্লানচেট। নিজের এইডস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজের স্বীকৃতিস্বরূপ এটি পেয়েছেন এলটন জন।


সুইজারল্যান্ডের ডেভোস অবস্থিত স্কি রিসোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। বিশ্বের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


দুইবার অস্কার জয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। ২০১৬ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার গুডউইল অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘অশিক্ষিত, সুবিধাবঞ্চিত, শরণার্থী শিশুরা শুধু যে তাদের প্রতিভার বিকাশ না হওয়ার প্রতীক হয়ে আছে তা নয়, ভবিষ্যৎ বিশ্বের নিরাপত্তা এবং উন্নয়নের পথে তারা একটি বড় হুমকি।’


শাহরুখ খান বলেন, ‘কয়েক বছর আগে এসিড সন্ত্রাসের শিকার এক নারীকে দেখে আমার মধ্যে পরিবর্তন আসে। আমার কাছে একজন নারীর ওপর এসিড নিক্ষেপ সবচেয়ে অমানবিক কাজ এবং একই সঙ্গে এটি অকল্পনীয়।’


তিনি আরো বলেন, ‘আমার বোন, স্ত্রী ও মেয়েকে ধন্যবাদ দিতে চাই, তারা আমাকে সঠিকভাবে লালন করেছেন এবং আমাকে নারীদের কাছ থেকে জোর করে আদায়ের পরিবর্তে অনুরোধ করে কোনো কিছু চাওয়ার মূল্য বুঝিয়েছেন।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com