শিরোনাম
বিজেপি শাসিত ৬ রাজ্যে নিষিদ্ধ ‘পদ্মাবত’
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:১৮
বিজেপি শাসিত ৬ রাজ্যে নিষিদ্ধ ‘পদ্মাবত’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ২০১৭ সালের সবচেয়ে আলোচিত সমালোচিত ও প্রতিক্ষিত সিনেমা ‘পদ্মাবত’। যা আগে ছিলো ‘পদ্মাবতী’ নামে। সম্প্রতি বিজেপি শাসিত ৬টি রাজ্যে নিষিদ্ধ ‘পদ্মাবত’।


বিজেপি পরিচালিত ৬টি রাজ্য সরকার ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করার সাহস রাখে৷ সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করতে একবারও ভাবে না এসব রাজ্য৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে কোনদিন সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী আর দিনের আলো দেখবে না৷ বেশ কিছু পরিবর্তনের পর গত ২৮শে ডিসেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে পদ্মাবত৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেই ভারতে পদ্মাবত দেখাতে আর কোন বাধা থাকবে না৷


কিন্তু কোথায় কি? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে আগামী ২৫ জানুয়ারী ভারতে মুক্তি হচ্ছে পদ্মাবত৷ সুপ্রিম কোর্টের নির্দেশই ছিল যে সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে তবেই রিলিজ হবে ফিল্মটি৷ কিন্তু ভারতের মহামান্য সর্ব্বোচ্চ আদালতের রায়ও মানছে না ভারতের ৬ টি রাজ্য৷


প্রথমে রাজস্থান, আর সবশেষে মঙ্গলবার হরিয়ানা রাজ্য সরকারও জানিয়ে দিল কোনরকমেই পদ্মাবত রিলিজ করতে দেওয়া হবে না সেখানে৷ রাজস্থান, হরিয়ানার মত গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখন্ডেও পদ্মাবত মুক্তির অনুমতি দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছে রাজ্য সরকারগুলি৷এসব অঞ্চল এখন বিজেপি শাসিত৷ ৬ টি বিজেপি শাসিত রাজ্যেই বুড়ো আঙুল দেখানো হচ্ছে ভারতের আদালতকে৷ কেন্দ্রেও এখন বিজেপি শাসন৷ মোদির রাজত্বে সুপ্রিম কোর্টের নির্দেশকেও চ্যালেঞ্জ করছে বিজেপি শাসিত ৬ টি রাজ্য৷


সূত্র: কলকাতা২৪


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com