শিরোনাম
অস্কার দৌড়ে আর টিকলো না ‘নিউটন’
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৯
অস্কার দৌড়ে আর টিকলো না ‘নিউটন’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে প্রতিযোগিতার দৌঁড়ে ভারতের পক্ষ থেকে নাম লিখিয়েছিল রাজকুমার রাও অভিনীত নিউটন সিনেমাটি। কিন্তু ভোটিং-এ শেষ পর্যন্ত অস্কার দৌঁড় থেকে ছিটকে গেল নিউটন। Academy of Motion Picture Arts and Sciences (AMPAAS)’র পক্ষ থেকে ঘোষণা করে এই তথ্য তুলে ধরা হয়।


তবে অস্কারের দৌঁড়ে নিউটনকে পেছনে ফেলে ৯টি সিনেমা একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। সেগুলোর মধ্যে রয়েছে, ‘আ ফ্যান্টাস্টিক উওম্যান (চিলি ‘, ‘ইন দ্য ফেড (জার্মানি)’, অন বডি অ্যান্ড সোল (হাঙ্গেরি)’, ফক্সট্রট (ইজরায়েল)’, ‘দ্য ইনসাল্ট (লেবানন)’, ‘লাভলেস (রাশিয়া)’, ‘ফেলিসিট (সেনেগাল)’, ‘দ্য উন্ড (দক্ষিণ আফ্রিকা)’ এবং ‘দ্য স্কোয়্যার (সুইডেন)‘৷


উল্লেখ্য, বেস্ট ফরেন ফিল্ম বিভাগে ২০০১ সালে শেষ প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল আশুতোষ গোয়ারিকরের লগান সিনেমাটি। যদিও পুরস্কার আসেনি ভারতের ঝুলিতে। নিউটনকে ঘিরে যে আশা ছিল তাতেও হতাশাই প্রকাশ পেল। লস এঞ্জেলেসে আগামী বছর ৪ মার্চ অস্কার প্রদান অনুষ্ঠানটি হতে যাচ্ছে।


সূত্র : নিউজ ১৮


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com