
অনেক কষ্টের পর নায়ক হিসেবে সাফল্য পেলেন চিত্রনায়ক আরিফিন শুভ। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যটাক’র ব্যাপক সাফল্যে যেন শুভ সেই জোয়ারে ভাসছেন।
এরইমধ্যে আরো একটি সুখবর আছে শুভর পক্ষ থেকে। ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীলের চলচ্চিত্রে এবার অভিনয় করতে যাচ্ছেন শুভ। যার হাত ধরে আমাদের জয়া আহসান হাঁটতে শুরু করেন টলিউডের রূপালী দুনিয়ায়। জয়াকে নিয়ে অরিন্দম নির্মাণ করেছিলেন ‘আবর্ত’।
সেই নির্মাতার পরিবর্তে ছবিতে দেখা যাবে শুভকে। ছবির নাম কী? কবে থেকে শুটিং শুরু? কে অভিনয় করবেন শুভর বিপরীতে? এগুলোর কিছু এখনো জানা যায়নি।
নির্মাতা বলেন, আগামী ছবিতেই আমি শুভকে নিয়ে কাজ করছি। অর্থাৎ আমার নেক্সট ছবির হিরো শুভ। এতটুকুই বলতে পারি। এর বেশি কিছু বলার সময় হয়নি। জানুয়ারি মাসে ঢাকায় এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি। ঢাকাতেই হবে প্রথম সংবাদ সম্মেলন।
এই প্রসঙ্গে শুভ বলেন, অরিন্দম শীল একজন গুণী নির্মতা। তার সঙ্গে কাজ করতে পারলে অবশ্যই ভালো লাগবে। একটি ছবির বিষয়ে তিনি কথা বলেছেন। তবে এখনো চূড়ান্ত নয়। সব কিছু চূড়ান্ত হলে সবাইকে জানাবো।
ছবিটি কলকাতার কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হলে, এটি হবে শুভ অভিনীত প্রথম টালিগঞ্জের সিনেমা। ‘ঢাকা অ্যাটাক’ ছবির বাণিজ্যিক সাফল্যে বেশ খোশ মেজাজে আছেন শুভ। এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেন মাহী। এটি পরিচালনা করেন দীপঙ্কর দীপন।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net