শিরোনাম
১৬ই ডিসেম্বর টিকিট ছাড়া ছবি দেখা যাবে
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২
১৬ই ডিসেম্বর টিকিট ছাড়া ছবি দেখা যাবে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারাদেশের সব প্রেক্ষাগৃহে ছাত্রছাত্রী ও সাধারণ দর্শকরা ‘বিনা মূল্যে’ ছবি দেখতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর চারটি ছবি প্রদর্শন করা হবে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব পরিমল সরকার বিষয়টি জানিয়েছেন।


তিনি জানান, মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর এই চার ছবি পরিবেশনায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। প্রতিষ্ঠানটি দেশের সব কটি প্রেক্ষাগৃহে ছবিগুলো সরবরাহ করবে।


ছবিগুলো হলো- চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’, হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ ও নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’।


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com