শিরোনাম
বারী সিদ্দিকীর কালজয়ী কিছু জনপ্রিয় গান
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ১৩:৩২
বারী সিদ্দিকীর কালজয়ী কিছু জনপ্রিয় গান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কালজয়ী গানের গায়ক, প্রখ্যাত সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার রাত দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনে এবং বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে তার নিজ গ্রাম কালিগ্রামের চল্লিশা বাজারের নিজের গড়া ‘বাঊল বাড়িতে দাফন করা হবে এ গুণী শিল্পীকে।


তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না মিডিয়াসহ তার ভক্তরা। শোকাবহ অবস্থা বিরাজ করছে বিনোদন জগতে। বর্তমানে তার মরদেহ নেত্রকোনার পথে।


এখন আর সুয়া চান পাখি তাকে ডাকবে না। তার কিছু কালজয়ী গান যা মানুষের হৃদয় জুড়ে থাকবে।


তার কিছু জনপ্রিয় গান :


‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’



‘পুবালি বাতাসে’



‘আমার গায়ে যত দুঃখ সয়’



‘ওলো ভাবিজান নাউ বাওয়া’



‘মানুষ ধরো মানুষ ভজো’



বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com