শিরোনাম
গোয়া চলচ্চিত্র উৎসব বয়কটের ডাক শাবানা আজমির
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৩৬
গোয়া চলচ্চিত্র উৎসব বয়কটের ডাক শাবানা আজমির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি। বিরতি ছাড়াই শাবানা আজমিছবিতে অভিনয় করে যাচ্ছেন। ১৯৭৪ সালে শ্যাম বেনেগালের অঙ্কুরছবির মাধ্যমে বলিউডে অভিষেক শাবানার। মূলধারা থেকে শুরু করেবিকল্পধারা পর্যন্ত সব ছবিতেই তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।


পদ্মাবতী ছবি নিয়ে সঞ্জয় লীলা বনশালী এবং দীপিকা পাড়ুকোনেরবিরুদ্ধে যেভাবে হিংসা ছড়ান হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেনশাবানা আজমি৷ এই বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিরনীরবতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী৷


২০ নভেম্বর থেকে গোয়ায় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে তা বয়কট করার জন্য বলিউডের যুক্ত সকলকেআহ্বান জানিয়েছেন৷


টুইট করে প্রতিবাদ করতে গিয়ে কাইফি আজমির কন্যা আশিরদশকের শেষে নাট্য ব্যক্তিত্ব সফদার হাসমির হত্যার পর তৎকালীনকংগ্রেস সরকার যেভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনকরা হয়েছিল তার সঙ্গে বর্তমান অবস্থাকে তুলনা করেছেন৷


এদিকে চাপের মুখে শেষমেশ ‘পদ্মাবতী’র মুক্তি পিছিয়ে দিয়েছে ওইচলচ্চিত্র নির্মাতা সংস্থা। এক বিজেপি নেতা এই ছবির নায়িকা দীপিকাপাড়ুকোনের মাথা কাটতে পারলে দশ কোটি টাকা পুরস্কার ঘোষণাকরছেন৷ ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।


ছবিতে ইতিহাসের বিকৃতি হচ্ছে বলে আপত্তি ওঠে। ছবিতেআলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মাবতী আপত্তিকর স্বপ্ন-দৃশ্য নিয়েবিক্ষোভ দেখাতে শুরু করে রাজপুতেরা। তারপর তা গোটা দেশেছড়াতে থাকে৷


রবিবার কলকাতাতেও এই ছবির বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি সিনেমাহল আক্রমণ করেছিল বিক্ষোভকারীরা৷


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com