
চিত্রনায়ক শাকিব খান ফের চলচ্চিত্র প্রযোজনা করছেন। তার প্রযোজিত ‘প্রিয়তমা’ শিরোনামের এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন বুবলী শবনম। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ব্যানারে নির্মিত হবে ছবিটি। এর মধ্যদিয়ে অনেকদিন পর ছবি প্রযোজনা করছেন শাকিব খান।
ছবির নায়িকা বুবলী জানিয়েছেন, ‘পরিচালক হিমেল আশরাফ তাকে প্রায় ছয় মাস আগেই প্রিয়তমা’র গল্প শুনিয়েছেন। কিন্তু পরিচালক বুবলীর এই ছবিতে নায়িকা হওয়ার বিষয়টি এখনো প্রকাশ করছেন না।’
তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, প্রিয়তমা ছবিতে বুবলীই হচ্ছেন শাকিবের প্রিয়তমা।
এদিকে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমায় অভিনয় করা প্রসঙ্গে বুবলী যা যা বলেছেন, তা সবই সত্যি। আমি ছবির গল্প তাকে ছয়মাস আগেই শুনিয়েছি। তিনি স্ক্রিপ্ট পছন্দ করেছেন। এই ছবিতে অভিনয় করতেও রাজি হয়েছেন। কিন্তু আমার পছন্দই শেষ কথা নয়। যেহেতু ছবিতে লগ্নি করেন একজন প্রযোজক, ফলে তারও কিছু পছন্দ অপছন্দ থাকবে। কাট ছাট হবে। সিদ্ধান্তটা তিনিই নিবেন।’
পরিচালক আরো বলেন, ‘আগামী ২০ অথবা ২১ নভেম্বর শাকিব ভাই দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পরই এই ছবির নায়িকার বিষয়ে সে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আন-অফিশিয়ালি যাই কথা হোক, মূলত সিদ্ধান্ত নিবেন শাকিব ভাই।’
বিবার্তা/অভি/আমিরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]