শিরোনাম
তিনি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন : ফারুক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৮
তিনি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন : ফারুক
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

খান আতাকে রাজাকার বলা নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি পড়েছেন মুক্তিযোদ্ধা নাসরি উদ্দিন ইউসুফ বাচ্চু। এ ঘটনায় নাসির উদ্দিন ইউসুফ প্রকারান্তরে স্বাধীনতার বিরুদ্ধেই কথা বলছেন, এমনটাই মন্তব্য করলেন ফারুক।


প্রয়াত নির্মাতা, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক ও অভিনেতা খান আতাউর রহমানকে নিয়ে সাম্প্রতিক বির্তকের জেরে সংবাদ সম্মেলেন ডেকেছিল চলচ্চিত্রের বৃহত্তর সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে এটি অনুষ্ঠিত হয়। খান আতাউর রহমানকে নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব-মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের ‘রাজাকার’ মন্তব্যের প্রতিবাদে মূলত এটি আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তাদের মধ্যে অনেকেই খান আতাউর রহমানের অবদান তুলে ধরেন। অনেক সময় তাদের কথায় ক্ষোভও উঠে আসে।


সম্মেলনে চিত্রনায়ক-মুক্তিযোদ্ধা ফারুক, নির্মাতা আমজাদ হোসেন, সিবি জামান, আজিজুর রহমান, মুশফিকুর রহমান গুলজার, খান আতার মেয়ে কণ্ঠশিল্পী রোমানা ইসলাম, কণ্ঠশিল্পী-অভিনেতা আগুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তারা খান আতাকে নিয়ে তৈরি বিতর্কটি ব্যাখ্যা করার চেষ্টা করেন।


পরিচালক আজিজুর রহমান বলেন, ‘খান আতা মুক্তিযুদ্ধের সময় ঝুঁকি নিয়েও বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। তো পাকিস্তানিদের হুমকি মাথায় নিয়েও যিনি কাজ করেছেন তিনি মুক্তিযোদ্ধা না রাজাকার? খান আতা ছিলেন, আছেন, থাকবেন।’


তবে অনেকটা আক্রমণাত্মক ভাষায় কথা বলেন পরিচালক সিবি জামান বলেন, ‘খান আতার মতো মানুষকে নিয়ে যারা এমন মন্তব্য করতে পারে তাদেরকে ঘৃণা করি।’


সংবাদ সম্মেলনের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের কিছু তথ্য তুলে ধরেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘খান আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি মুক্তি পায় ৭৩ সালে। তখন বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় ছিল। ছবিটি নিয়ে তখনই বিতর্ক তৈরি হয়েছিল। পরে মুক্তিযোদ্ধা মোফাজ্জ্বল হোসেন মায়া (বর্তমান ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রী) ছবিটি রিভিউ করে এটি চালানোর অনুমতি দেন। মুক্তিযুদ্ধের সরকারই ছবিটি নিয়ে যখন আপত্তি করেনি তখন আপনি (নাসির উদ্দিন ইউসুফ) কেন খান আতার বিরুদ্ধে কথা বলছেন। তার মানে আপনি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন!’


উল্লেখ্য, নিউইয়র্কে সাংস্কৃতিক অভিবাসীদের সমাবেশে নাসির উদ্দিন ইউসুফ আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করে বলেন, ‘আবার তোরা মানুষ হ’ এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ!’


বিবার্তা/অভি/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com