শিরোনাম
অবশেষে জয়ার ‘খাঁচা’র মুক্তি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১২
অবশেষে জয়ার ‘খাঁচা’র মুক্তি
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ছয় বছর পর মুক্তি পেতে যাচ্ছে মডেল-অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘খাঁচা’ চলচ্চিত্র। আগামী ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আকরাম খান পরিচালিত সিনেমাটি।


২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।


১৯৪৭ সালের ভারত ভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘একই নামের গল্প’ অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান।


এর শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে। ছবিটিতে ব্যবহৃত দুটি গান ব্যবহার করা হয়েছে। কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা জাহান।



বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com