শিরোনাম
কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ১১ নভেম্বর
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ২১:৫৮
কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ১১ নভেম্বর
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি হিসেবে চীনকে রেখেছে মমতা বন্দোপাধ্যায়।বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান, সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব অত্রি ভট্টাচার্য।


চীনের আপত্তিতে নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে (এনএসজি) এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি ভারত। উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর দেশটি পাকিস্তানের পক্ষ নেয়। এরপর চীনের পণ্য বয়কট করার ডাক দেয় হিন্দুত্ববাদী সংগঠন। এবার সেই চীনকেই ফোকাস কান্ট্রি হিসেবে বাছাই করে মোদি সরকারকে টক্কর দিল মমতার তৃণমূলের সরকার। আট দিনের এই উৎসবে চীনের সাতটি ছবি দেখানো হবে।


তবে এর সাথে রাজনীতিকে মিশিয়ে ফেলতে রাজি নয় মন্ত্রাণলয়ের সচিব অত্রি ভট্টাচার্য। তিনি বলেন, এবারের ফোকাস কান্ট্রি হচ্ছে চীন। এটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর সাথে রাজনৈতিক রঙ নেই। আমরা এখানে ভালো ছবি দেখাতে এসেছি।


১১ নভেম্বর শুরু হয়ে উৎসব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অভিনেত্রী জয়া বচ্চন, কাজল, অভিনেতা সঞ্জয় দত্তসহ টালিগঞ্জের একঝাঁক তারকা।


ফ্রান্স, জার্মানি, চীন, শ্রীলঙ্কা, ব্রাজিল, গ্রীস, বুলগেরিয়া, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি দেশের মোট ১৫৬টি ছবি দেখানো হবে এই উৎসবে। উৎসবের উদ্বোধন হবে বাংলা ছবি দিয়ে।


সাধারণ মানুষের কাছে ভালো সিনেমা দেখানোর সুযোগ তৈরি করে দিতে নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্রসদনের পাশাপাশি স্টার, প্যারাডাইস, নবীনা, মিত্রাসহ কলকাতার ১৩টি পেক্ষাগৃহে এই ছবিগুলি প্রদর্শিত হবে।


তবে এবারের উৎসবে পাকিস্তানের কোন ছবি নেই। উৎসব কমিটির তরফে বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন সমস্যার কারণে শেষ মুহূর্তে এবার কোনো পাক ছবিকেই রাখা হয়নি।


বিবার্তা/ডিডি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com