শিরোনাম
শাহরুখকে ইডির তলব
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১০:০০
শাহরুখকে ইডির তলব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইপিএল সংক্রান্ত লেনদেনে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খানকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৩ জুলাই বলিউড বাদশাকে ব্যক্তিগত ভাবে হাজিরা দিতে হবে।


ইডি জানিয়েছে, শাহরুখের পাশাপাশি তার সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড-কেও (কেআরএসপিএল) নোটিশ ধরিয়েছে তারা। ফলে একই নোটিশ পেয়েছিলেন কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা এবং শাহরুখের স্ত্রী গৌরী, যিনি আবার কেআরএসপিএল-এর ডিরেক্টর।


অভিযোগ, বছর আট-নয় আগে কেআরএসপিএল-এর ৯০ লক্ষ শেয়ার ১০ টাকা দরে মরিশাসের সংস্থা দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমি়টেডকে বেচে দেয়া হয়েছিল। অথচ সেই সময়ে প্রত্যেক শেয়ারের দর যাচ্ছিল ৮৬ থেকে ৯৯ টাকা।


ইডির দাবি, এই ‘ক্ষতি’র জেরে সরকার ৭৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা কম পেয়েছিল। এর পরেই চলতি বছরের মার্চে ইডি শাহরুখকে শোকজ নোটিশ পাঠায়। এবার কিং খানকে সরাসরি তলবের চিঠি ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com