শিরোনাম
বিবার্তার বিনোদন সম্পাদক অভির জন্মদিন পালিত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:০০
বিবার্তার বিনোদন সম্পাদক অভির জন্মদিন পালিত
ছবি : মোহসীন আহমেদ কাওছার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদের নতুন জামা বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি সিনেমা দেখেছিলেন। এরপর খালি গায়ে রাত কাটান ইতিউতি ঘুরে। সিনেমা দেখার টাকা যাতে হারিয়ে না যায়, সে জন্য হলের ইট খুলে তার নিচে টাকা লুকিয়ে রাখতেন।


দুরন্ত কৈশোরেরঙিন জগত নিয়ে তার সেই প্যাশনই বোধকরি আজ তাকে পরিণত করেছে এ জগতের জনপ্রিয় এক চেনামুখে। তবে পর্দায় নয়, তার বিচরণ নেপথ্যের উদ্যোগ-আয়োজন নিয়ে।



তিনি এ সময়ের সবচেয়ে ব্যস্ত বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকেন শ্যুটিং স্পটগুলোতে। কারণ সরেজমিনে প্রতিবেদন তৈরি করাই তার প্রধান বৈশিষ্ট্য। সোমবারও তার কাজের তালিকা দীর্ঘই ছিল। তারই ফাঁকে বিবার্তা পরিবারের সাথে আড্ডায় মেতে ওঠেন তার জন্মদিন উপলক্ষে। শুভ জন্মদিন বিবার্তা২৪.নেট-এর বিনোদন সম্পাদক অভি মঈনুদ্দীনকে।


বিবার্তার রীতি অনুযায়ী বিকেলে সম্পাদকের পক্ষ থেকে উপহার জন্মদিনের কেক কাটা হয়। এসময় বার্তা সম্পাদক হুমায়ুন সাদেক চৌধুরী, যুগ্ম বার্তা সম্পাদক রোকনুল ইসলাম কাফী, চিফ রিপোর্টার মৌসুমী ইসলাম, সহ-সম্পাদক মনোজ হালদার, রুহুল আমিন রয়েল, আছিয়া নিশি, জাকিয়া আক্তার যুথী, মোহাম্মদ পলাশ, জেসমিন আক্তার জেমি, স্টাফ রিপোর্টার জাহিদ বিপ্লব, রাসেল আহমেদ, খলিলুর রহমান, অভি মঈনুদ্দীনের অনুজ ফটো সাংবাদিক মোহসীন আহমেদ কাওছার,আইটি কর্মকর্তা এস.এম.শামীম সুলতান ও অফিস সহকারী মো. আরিফ উপস্থিত ছিলেন।



অভি মঈনুদ্দীনের জন্ম সুনামগঞ্জের মধ্যনগর গ্রামে। বাবা আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ ও মা আলহাজ রুশেদা পারভীন।


তিনি মধ্যনগর প্রাইমারি স্কুলে প্রাথমিক পড়াশুনা শেষ করেন। এরপর মধ্যনগর বি পি উচ্চবিদ্যালয়ে পড়াশুনার সময়ই তিনি সিলেট ক্যাডেট কলেজে ভর্তি হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।



অভি মঈনুদ্দীন একই সাথে জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজপোর্টাল, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ম্যাগাজিনের বিনোদন স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। একমাত্র সাংবাদিক যিনি স্টাফ রিপোর্টার হিসেবে একইসঙ্গে কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করছেন। এটা সাংবাদিকতার ইতিহাসে রেকর্ডই বটে!


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com