শিরোনাম
স্কুলজীবনে দেখতে কেমন ছিলেন বলি তারকারা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:৪৪
স্কুলজীবনে দেখতে কেমন ছিলেন বলি তারকারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শাহরুখ খান: বিদ্যালয় জীবনের শেষে বন্ধুদের সঙ্গে শাহরুখ খানের ফেয়ারওয়েলের ছবি। বর্তমানের চেহারার সঙ্গে তাকে যেন মেলানোই যায় না।



সালমান খান: বর্তমানের হার্টথ্রুব বলিউড তারকা সালমান খান স্কুলে পড়াকালীনও ছিলেন ‘অ্যাংরি ইয়াংম্যান’। চোখেমুখে তার স্পষ্ট ছাপ রয়েছে।



মাধুরী দীক্ষিত: সদা হাস্যোজ্জ্বল বলি তারকা মাধুরী দীক্ষিতছোটবেলাতেও একইরকম সুন্দরী ছিলেন।



প্রিয়াঙ্কা চোপড়া: আজকের প্রিয়াঙ্কাকে দর্শকরা যতটা সুন্দরী ও ফ্যাশন সচেতন হিসেবে চেনেন, স্কুলজীবনে মোটেও তেমন ছিলেন না তিনি। স্কুল জীবনে খুবই সাধারণ ছিলেন এই বলি ক্রেজ।



দীপিকা পাড়ুকোন: আজকের সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন স্কুলজীবনে ছিলেন একেবারেই পাশের বাড়ির মেয়ের মতো সাধারণ।



সিদ্ধার্থ মালহোত্রা: ছবিতে ডানদিকের ছোট ছেলেটি আজকের বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।



শিল্পা শেঠী: স্কুল জীবনের শিল্পা, আর আজকের শিল্পার মধ্যে অনেক পার্থক্য তা ছবি দেখলেই বোঝা যায়।



সুশান্ত সিংহ রাজপুত: সুশান্ত শিংহ রাজপুত-এর ছোটবেলা এবং আজকের লুকের মধ্যে খুব একটা তফাৎ নেই।



জেনেলিয়া ডি’সুজা: অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা স্কুল জীবনে খুবই কো-কারিকুলাম কাজকর্মে পারদর্শী ছিলেন। বহু পুরস্কারও পেয়েছিলেন।



অক্ষয় কুমার: স্কুল জীবনেও একই রকম দুষ্টু-মিষ্টি ছিলেন অক্ষয় কুমার।



আসিন: বিদ্যালয় জীবনে ‘গুড গার্ল’ ইমেজ ছিল অভিনেত্রী আসিনের। বলিউডে পা রেখে অবশ্য এই ‘গুড গার্ল’ ইমেজ থেকে বেরিয়ে এসেছিলেন।



সোনাক্ষী সিনহা: প্রথম সারিতে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা মিষ্টি মেয়েটি আজকের অ্যাকশন গার্ল সোনাক্ষী সিনহা। ছোটবেলায় বেশ গাল্লুগুল্লুই ছিলেন তিনি।



পরিণীতি চোপড়া: আজকের বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া স্কুল জীবনে ছিলেন ভীষণ মিষ্টি। পরিণীতির বিদ্যালয়ের একটি অনুষ্ঠানের ছবি।



রণবীর সিংহ: অভিনেতা রণবীর সিংহের ছোটবেলার ছবির সঙ্গে আজকের চেহারার বেশ খানিকটা মিল পাওয়া যায়।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com