শিরোনাম
আজ বাঁধনের জন্মদিন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ০০:৩২
আজ বাঁধনের জন্মদিন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ শুক্রবার দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন। জীবনের অন্যান্য জন্মদিনের মতোই কাটবে তার এবারের জন্মদিনটিও। তবে ঘরোয়া আয়োজনে প্রিয় প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটবে আজ সন্ধ্যার পর। কঠোর পরিশ্রম ও অভিনয়গুণের মাধ্যমে নাট্যাঙ্গনে ইতিমধ্যে বাঁধন নিজের অবস্থান তৈরী করে নিয়েছেন।


জয় করে নিয়েছেন অজস্র দর্শকের মন। বাঁধনের ব্যস্ততা বহুগুণ বেড়ে গেছে। নিয়মিত তিনি ধারাবাহিকে অভিনয় করছেন। পাশাপাশি বিশেষ দিবসের খণ্ড নাটকেও কাজ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে উপস্থাপনা। জিটিভিতে প্রচার হচ্ছে তারই উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজকের অনন্যা’। উপস্থাপনার জন্য তিনি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন। বাঁধন বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এর বাইরে শখের বশে বিজ্ঞাপনে মডেলিং কিংবা উপস্থাপনা করি। তারই ধারাবাহিকতায় গত দুই বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছি।’ বাঁধন অভিনীত একমাত্র চলচ্চিত্র মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’।


এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। কিন্তু এরপর আর তাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘নিঝুম অরণ্য ছবির পর আর কোনো চলচ্চিত্রে কাজ করা হয়নি। দীর্ঘদিন ছোটপর্দা ও ব্যাক্তিগত ব্যস্ততার কারণে চলচ্চিত্রে কাজ করার কথা ভাবার সময় পাইনি। তবে এখন আমি চলচ্চিত্রে অভনয় করতে পুরোপুরি প্রস্তুত রয়েছি। আমার ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য কোনো চরিত্র পেলে চলচ্চিত্রে অভিনয় করব। শুধু তাই নয়, বাণিজ্যিক ছবিতে অভিনয় করতেও আমার আপত্তি নেই।’ ২০০৬ সালে লাক্সচ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন বাঁধন। ২০০৯ সালে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করেন।


আপনি যে স্বপ্ন নিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন, তা কতটা পূরণ করতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘এ অঙ্গনে আসার স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে। তবে শতভাগ স্বপ্ন বা ইচ্ছা কখোনোই পূরণ হবে না বলে মনে করছি। কারণ বিশেষ করে অভিনয় কিংবা সৃজনশীল কাজ করে মানুষ কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারে না। তা হলে তার পথ চলা থেমে যাবে। তাই আমি অভিনয়ের অতৃপ্ত বাসনা নিয়েই সারাজীবন এগিয়ে যেতে চাই।’ বাঁধন তার ক্যারিয়ারের শুরু থেকেই একটু হিসেব করে কাজ করতে ভালোবাসেন। কাজের গুনগতমান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি কখনও চাইনি একসঙ্গে অনেক নাটকে অভিনয় করতে। আমি আসলে নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছি।


তাই একটু বেছে বেছে কাজ করছি।’ ব্যক্তিজীবনেও বাঁধন এক প্রতিবাদী নারীর প্রতিমূর্তি। মিথ্যা ও অন্যায়কে কখনই প্রশ্রয় দেন না। জীবনের ব্যার্থতাসুলভ জরাজির্ণতাকে কখনোই মেনে নিতে পারেন না। সকল বাধা-বিপত্তি চূর্ণ-বিচূর্ণ করে জীবনের অভিষ্ঠলক্ষ্যে পৌছে তিনি হতে চান বাঁধনছাড়া। আর তাইতো শৈশবের সুপ্ত স্বপ্নটি আজ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। এখন তিনি একজন ডাক্তার।


বিবার্তা/অভি/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com