শিরোনাম
উপস্থাপনায় মৌসুমী’র ১৭ বছর
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:৫৩
উপস্থাপনায় মৌসুমী’র ১৭ বছর
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

ছোটবেলায় অভিনয়ের সাথেই ছিলো মৌসুমী বড়ুয়ার সখ্য। নাটকের দলের সাথে দেশের বাইরে গিয়েও অভিনয় করেছেন তিনি। তারপরও ১৯৯৮ সালে জাতীয় পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতায় ‘রবীন্দ্র সঙ্গীত’ গেয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের অজান্তেই মৌসুমী বড়ুয়া হয়ে গেলেন উপস্থাপিকা।


১৭ বছর ধরে তিনি চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ১৪ বছর যাবত প্রযোজক হিসেবেও কাজ করছেন। চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’, ‘তারকা কথন’, ‘গানের উৎসব’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপিকা তিনি।


দেশের বিশেষ বিশেষ দিবসে ‘বৈঠকি আড্ডা’ তারই পরিচালনা এবং উপস্থাপনায় চ্যানেল আইতে প্রচার হয়ে থাকে। আপাতত দৃষ্টিতে উপস্থাপনার বিষয়টি অনেকের কাছেই বেশ সহজ মনে হলেও উপস্থাপনা মূলত কঠিন একটি বিষয়।


মৌসুমী বড়ুয়া বলেন, উপস্থাপনা করতে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। বহুবছর হয়ে গেছে উপস্থাপনায়। কিন্তু এখনো মাঝে মাঝে কঠিনই মনে হয়। যখন অনুষ্ঠানে দেশের কিংবদন্তি ব্যক্তিত্বরা আসেন, তখন মনের গহীনে অন্যরকম ভালোলাগা কাজ করে। আবার মনে কিছুটা ভয়ও কাজ করে যেন কোনো ভুল না করে ফেলি। কিন্তু আমার আত্মবিশ্বাসের কারণেই বিগত ১৭ বছর ধরে বেশ ভালোভাবেই উপস্থাপনা করে আসছি। আমার আজকের অবস্থানের জন্য চ্যানেল আই পরিবার, ফরিদুর রেজা সাগর স্যার, শাইখ সিরাজ স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।


এদিকে শুক্রবার বৃশ্চিক রাশির জাতিকা মৌসুমী বড়ুয়ার জন্মদিন। মৌসুমী বলেন, আজ আমার দুটি পরিবার অর্থাৎ আমার নিজের পরিবার এবং আমার দ্বিতীয় পরিবার চ্যানেল আইয়ের সাথেই সময় কাটবে।


মৌসুমী বড়ুয়া নীরবে-নিভৃতে প্রতিবন্ধী, এতিম অসহায় বাচ্চা এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের জন্য কাজ করেন। জন্মদিনেও তাদের সঙ্গে সময় কাটাবেন তিনি। তবে নিজের ভাই বোনদের সন্তান প্রাপ্তি, অরিজিৎ, অহনা ও প্রান্তির সঙ্গে সময় কাটানোকে সবচেয়ে ভালোলাগার বলে দাবি করেন মৌসুমী।


ছোটবেলায় ‘পিপলস লিটল থিয়েটার’র হয়ে জার্মানে মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে। ‘কঞ্জুস’ নাটকে যখন তার অভিনয় করার কথা, তখনই পড়াশুনায় ব্যস্ত হয়ে ওঠেন তিনি। সমীর বড়ুয়া ও ঝরনা বড়ুয়ার ছোট মেয়ে মৌসুমী বড়ুয়া। তার অন্য তিন ভাই বোন হচ্ছেন শ্রাবণী, ফাল্গুনী ও ডালিম।


বিবার্তা/অভি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com