শিরোনাম
‘পদ্মাবতী’র সেটে আহত রণবীর
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১১:০৬
‘পদ্মাবতী’র সেটে আহত রণবীর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডে রণবীর সিংকে ‘পাওয়ারহাউজ অফ ট্যালেন্ট’ বা প্রতিভার আধার বলা হয়। ‘ব্যান্ড বাজা ভারত’ থেকে ‘বাজিরাও মাস্তানি’ পর্যন্ত মেধার যে প্রকাশ দেখিয়েছেন এই তারকা, তারই প্রেক্ষিতে তাকে ওই তকমা দেয়া হয়েছে। অভিনয় যেন তার নেশা, অবশ্য পেশাও বটে। তবে নেশার জন্যই সেটে মাথায় চোট পাওয়ার পরও অভিনয় করে গেলেন নায়ক।


হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে সম্প্রতি ‘পদ্মাবতী’র সেটে। ছবির ক্লাইম্যাক্সের শ্যুটিং চলছিল। রণবীর এতটাই নিমজ্জিত ছিলেন কাজে যে তিনি বুঝতেই পারলেন না তার মাথা ফেটে রক্ত পড়ছে। শ্যুটিং দৃশ্যটি শেষ হওয়ার পড়ে সবার চোখে পড়ল যে তার মাথায় রক্ত! তারপরই ফার্স্ট এইড দেয়া হলো তাকে, নিয়ে যাওয়া হলো কাছাকাছি হাসপাতালে৷


সূত্রের খবর, হাসপাতালে তার চিকিৎসা হওয়ার পর মুহূর্তেই রণবীর ছবির সেটে ফেরেন, এটা ভাবেননি যে এই চোট তার অভিনয়ে প্রভাব ফেলতে পারে বা তার এই মাথার চোটের পর একটু সময় দেয়া উচিৎ। রণবীর সেটে ফিরে সেইদিনের পুরো শ্যুটিং শেষ করেন।


অভিনেতার ঘনিষ্ট এক সূত্র জানায়, ‘রণবীরের চোট এতটাই গুরুতর ছিল, যে মাথায় সেলাইও পড়ে তার। এমন মাত্রায় ডেডিকেশন ও কমিটমেন্ট অভিনেতা পাওয়া সত্যি দুর্লভ।’


তবে এবারই প্রথম নয়, এর আগেও ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন রণবীর। ২০১৫ সালে সঞ্জয় লীলা বনশালিরই ছবি বাজিরাও মস্তানির সেটে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হন এই বলিউড অভিনেতা। তখন জয়পুরে একটি বাড়ির উপর থেকে পড়ে যান তিনি। তবে সে আঘাত এইবারের মত গুরুতর ছিল না৷


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com