শিরোনাম
ঈদে একসঙ্গে সুবর্ণা মুস্তাফা ও তারিন
প্রকাশ : ২৭ মে ২০১৭, ০১:৩৯
ঈদে একসঙ্গে সুবর্ণা মুস্তাফা ও তারিন
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’ থেকে একসঙ্গে সুবর্ণা মুস্তাফা ও তারিনের অভিনয়ে পথচলা শুরু। ‘সংশপ্তক’-এ অভিনয়ের সময়কালে সুবর্ণা মুস্তাফার শাসনে অভিনয়ে তারিনের পথচলা। তারিনের পরিণত বয়সে এসে সুবর্ণা মুস্তাফার সেই শাসন পরিণত হয় আদরে, ভালোবাসায়, মায়া, মমতায় আর দায়িত্বে। দু’জনের মধ্যকার এখনকার সম্পর্ক পারিবারিক, আত্মিক। দু’জনের মধ্যে নিয়মিত দেখা হোক আর না হোক কিন্তু আত্মার বন্ধনটা ঠিকই থাকে সবসময়। বিয়ষটি এমন যে কাজ এবং কাজের বাইরে বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে তারিন সুবর্ণা মুস্তাফার কাছ থেকে পরামর্শও নিয়ে থাকেন। তারিনের ভাষায় তার নির্ভরতা এবং বিশ্বাসের একটি স্থান হচ্ছেন সুবর্ণা মুস্তাফা।


সেই সুবর্ণা মুস্তাফার সঙ্গে আবারো তিনবছর পর নির্মাতা আরিফ খানের কাছ থেকে একই টেলিফিল্মে কাজ করার প্রস্তাব পেয়ে সহাস্যে সম্মতি জানান তারিন। বদরুল আনাম সৌদের রচনায় আরিফ খানের নির্দেশনায় ‘ছুটির এক দিনে’ টেলিফিল্মে সুবর্ণা মুস্তাফা ও তারিন একসঙ্গে অভিনয় করছেন।


নির্মাতা আরিফ খান জানান, ‘পারিবারিক জটিলতা এবং জীবনে পাওয়া না পাওয়ার ব্যর্থতার গল্প নিয়েই মূলত এগিয়ে যাবে ‘ছুটির এক দিন’ টেলিফিল্মের গল্প।’


শুক্রবার থেকে রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আরিফের নির্দেশনায় র্দীঘদিন যাবত আমি কাজ করি। বেশ মেধাবী একজন নির্মাতা। আর তারিনের কথা যদি বলতে হয় তাহলে বলবো এদেশের নাট্যাঙ্গনের অন্যতম একজন গুণী অভিনেত্রী তারিন। খুব ছোটবেলা থেকেই তারিন আমার সঙ্গে অভিনয় করছে। সেই ‘সংশপ্তক’ থেকে শুরু। ছোটবেলায় খুব শাসন করতাম আমি। পরবর্তীতে তা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। তারিনের মতো যারা গুণী শিল্পী তাদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভালোলাগা এই যে শ্রম কম দিতে হয়। পাশাপাশি নিজের কাজটাও অনেক ভালো হয়। আমি আশা করছি তারিন এবং আমার এই কাজটি অনেক ভালো একটি কাজ হবে।’


সুবর্ণা মুস্তাফার সঙ্গে আবারো অভিনয় করা প্রসঙ্গে তারিন বলেন, ‘সুবর্ণা আপা আমার কাছে কখনো মায়ের মতো, কখনো বোনের মতো আমাকে শাসন করেছেন। তার সেই শাসন আমি আন্তরিকভাবেই মেনে নিয়ে আমার নিজের ভালোর জন্যই তা গ্রহণ করেছি। আবার মায়ের ভালোবাসা দিয়েই তিনি আমাকে আগলে রেখেছেন। আমার যে কোনো বিপদে-আপদে তিনি আমার পাশে থেকেছেন। আমাদের দু’জনের মধ্যকার সম্পর্কে আছে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, মায়া এবং সেই সম্পর্ককে যত্নে রাখার আন্তরিকতা। তারসঙ্গে কাটানো যেকোন মুহূর্তই আমার কাছে অনেক মূল্যবান। আমার সৌভাগ্য যে আবারো আমার প্রিয় মানুষটির সঙ্গে একই টেলিফিল্মে কাজ করছি। আরিফ ভাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে এ নাটকে সম্পৃক্ত রাখার জন্য।’


নির্মাতা আরিফ খান জানান আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘ছুটির এক দিনে’ টেলিফিল্মটি। সুবর্ণা মুস্তাফা ও তারিন সর্বশেষ তিন বছর আগে বদরুল আনাম সৌদ’র রচনায় ও নির্দেশনায় ‘ছবির মতো গল্প’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন।


বিবার্তা/অভি/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com