শিরোনাম
সামিয়া রহমানের পরিকল্পনায় উপস্থাপনায় সুবর্ণা-সৌদ
প্রকাশ : ২৫ মে ২০১৭, ০৩:১৩
সামিয়া রহমানের পরিকল্পনায় উপস্থাপনায় সুবর্ণা-সৌদ
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া রহমানের পরিকল্পনা, তত্ত্বাবধান এবং প্রযোজনায় ঝটপট ইফতারি তৈরির বিশেষ অনুষ্ঠান ‘রসনা বিলাস’ নির্মিত হয়েছে। এতে সামিয়া রহমানের পরিকল্পনায় দর্শক উপস্থাপকের ভূমিকায় দেখতে পাবেন তারকা দম্পতি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদকে। এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে পুরো রমজান মাসজুড়ে ‘নিউজ টোয়েন্টি ফোর’-চ্যানেলে প্রচারের জন্য অনুষ্ঠানটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।


সামিয়া রহমান জানান ‘রসনা বিলাস’র বেশ কয়েকটি পর্বে বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’র বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে। ভিন্ন ঘরানার এই অনুষ্ঠানটিতে শেফ হিসেবে উপস্থিত থাকবেন শেফ জাহাঙ্গীর। সুবর্ণা মুস্তাফা ও সৌদ’র ভালোবাসার রসায়নে গাল গল্পের মধ্যদিয়ে ঝটপট কীভাবে মজার মজার টক, ঝাল মিষ্টি ইফতারি তৈরী করা যায় তাই দর্শকের সামনে তুলে ধরবেন তারকা দম্পতি।


অনুষ্ঠানটি প্রসঙ্গে সামিয়া রহমান বলেন, ‘সুবর্ণা মুস্তাফা এবং সৌদ’র ভালোবাসাার গল্প যদি দর্শক জানতে চান এবং দর্শক যদি মজার মজার ইফতার তৈরী করতে চান তাহলে যেন অবশ্যই রমজান মাসে ইফতারির পূর্বে এই অনুষ্ঠানটি দেখতে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে চোখ রাখেন। দু’জনের অদ্ভূত রসায়নের মধ্যদিয়ে ঝটপট ইফতারি তৈরী করা দর্শকের ভালোলাগবে।’


অনুষ্ঠানটি প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মূল উপস্থাপনাটা সৌদই করেছে। আমি শুধু পাশে থেকেছি। অনুষ্ঠানটির শুরুতেই কিছু না বুঝতে পারলেও একটার পর একটা পর্ব ধারণ করতে গিয়ে বেশ ভালোই লাগছিলো। কারণ কোন স্ক্রিপ্ট ছিলো না। যে কারণে শেষ পর্যন্ত দেখলাম যে একটা নতুন কিছু হলো এবং বেশ ভালো লেগেছে।’


বদরুল আনাম সৌদ বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান এবারই প্রথম করা আমার। আমি এমনিতেই একটু লাজুক প্রকৃতির মানুষ। কথা কম বলাটাই আমার পছন্দ। কিন্তু যেহেতু কথা বলারই দায়িত্ব দেয়া হয়েছিলো, তাই দায়িত্বটা নিয়ে কাজটি বেশ উপভোগ করেছি আমি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। দর্শকের ভালোলাগলেই আমি খুশি।’


প্রথম রোজার আগের দিন থেকে ‘নিউজ টোয়েন্টি ফোর’ চ্যানেলে ‘রসনা বিলাস’র প্রচার শুরু হবে। এদিকে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি শিগগিরই সেন্সরের জন্য জমা দেয়া হবে। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, রুনা খান, শাহাদাৎ হোসেন, শর্মীমালা, তানভীর, মুন ও নীলাঞ্জনা নীলা’সহ আরো অনেকে।


বিবার্তা/অভি/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com