শিরোনাম
কাটাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৪:৩৪
কাটাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাহুবলীর কাটাপ্পা অর্থাৎ সত্যরাজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে শুধু সত্যরাজ নয়, মোট আটজন তামিল অভিনেতার বিরুদ্ধে উটির বিচার বিভাগীয় আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।


এই আটজনের মধ্যে সত্যরাজ ছাড়া রয়েছেন সূরিয়া, সরথকুমার, শ্রীপ্রিয়া, বিজয়কুমার, অরুণ বিজয়, বিবেক ও চেরন। এই আটজনের বিরুদ্ধে এক ফ্রিলান্স সাংবাদিক মানহানির মামলা করেছিলেন। সেই মামলার জন্য আদালতে উপস্থিত না থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গিয়েছে।


২০০৯ এর ৭ অক্টোবর, সাউথ ইন্ডিয়ান সিনে অ্যাকটরস অ্যাসোসিয়েশন একটি তামিল সংবাদপত্রের বিরুদ্ধে মিটিং ডেকেছিল। ওই তামিল সংবাদপত্রটি দক্ষিণী অভিনেত্রীদের ভাবমূর্তি নষ্ট করেছিল বলে অভিযোগ ওঠে। সেই কারণেই মিটিং ডাকে অভিনেতারা।


কিন্তু নির্দিষ্ট তামিল সংবাদপত্রটির সম্পর্কে না বলে, সমস্ত সাংবাদিকদের নিন্দা করেন অভিনেতারা। দাবি ফ্রিলান্স সাংবাদিক এম রোজারিওর। আর সেই জন্যই এই আট অভিনেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রোজারিও। এরপর ১৯ ডিসেম্বর, ২০১১ তে আদালতে শমণ করা হয় আদালতে।


এ বছরের ১৫ মে আবার মামলাটি মাথা চাড়া দিয়ে ওঠে। এদিন মামলাটির শুনানি ছিল। কিন্তু সেদিন অনুপস্থিত ছিলেন অভিনেতারা। তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেন্থিকুমার রাজাভেল মঙ্গলবার কাটাপ্পা তথা সত্যরাজসহ মোট আটজন অভিনেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com