শিরোনাম
নজরুল জন্মজয়ন্তি উপলক্ষে টেলিফিল্ম বেদনার প্রতিদান
প্রকাশ : ২৪ মে ২০১৭, ০০:৪৬
নজরুল জন্মজয়ন্তি উপলক্ষে টেলিফিল্ম বেদনার প্রতিদান
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছোট বেলায় মা-বাবা হারিয়ে অসহায় জীবন-যাপন করে বেদৌরা (হিমি)। অবশেষে আশ্রয় নেয় মামা-মামীর সংসারে। প্রথম দিকে ভালোই চলছিলো। কিন্তু মামীর অত্যাচার ও বখাটের কুনজরে বাড়ি ছাড়তে হয় বেদৌরাকে। আশ্রয় হয় দারাদের বাড়িতে (শুভ)। কিন্তু সেখানেও সুখ বেশিদিন স্থায়ী হয় না, হুট করেই মৃত্যু হয় দারার মা’র।


এদিকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দারা চলে যায় যুদ্ধে। এদিকে বেদৌরা হয়ে যায় একা। এই সুযোগ নেয় বখাটে সাইফুল মুলক...। শেষ পর্যন্ত বেদৌরার কি হবে?। এ প্রশ্নের উত্তর মিলবে চ্যানেল আই -এর পর্দায় বুধবার বিকেল ৩.০৫ মিনিটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ‘বেদনার প্রতিদান’ টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। নাট্যরূপ দিয়েছেন গীতালি হাসান। এ টেলিফিল্মে বেদৌরার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি ও দারার চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, হান্নান শেলী, মাহবুবা রেজানুর, হিমে হাফিজ প্রমুখ।


বিবার্তা/অভি/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com