শিরোনাম
মম-নাঈম একে অন্যের ‘প্রিয় প্রতিপক্ষ’
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:৩৫
মম-নাঈম একে অন্যের ‘প্রিয় প্রতিপক্ষ’
ছবি: মোহসীন আহমেদ কাওছার।
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

এই সময়ে আমাদের নাট্যাঙ্গনে অনেক তরুণ নির্মাতা আসছেন যারা নিজেদেরকে নির্মাণে যোগ্য করেই নাটক নির্মাণ করছেন। তবে এমন অনেক নির্মাতাই আছেন যারা মূলত ক্যামেরাম্যানের উপর নির্ভর করে নির্মাণে আসেন। কারণ তারা নিজেদেরকে সেভাবে যোগ্য না করে তুলেই কোনোরকম একজন প্রযোজকের সহযোগিতা নিয়ে নির্মাণ কাজ শুরু করেন। যে কারণে নাটকের মান নিয়ে অনেক সময়ই প্রশ্ন উঠে। সে থেকে একেবারেই ব্যতিক্রম মনন আসাদ।


আফজাল হোসেন, মাসুম আজিজ, গাজী জাহাঙ্গীর, মীর সাব্বির, এস এম শাহীন, সাখাওয়াত আল মামুন, নাদের চৌধুরী, এম সাখাওয়াত হোসেন, জি. এম. সৈকত, রিজওয়ান খানসহ আরও অনেক পরিচালকের সাথে সহকারী, প্রধান সহকারী পরিচালক হিসেবে প্রায় ১৪ বছর কাজ করেছেন মনন আসাদ। তবে এবারই প্রথম তিনি নাটক নির্মাণ করেছেন।


‘প্রিয় প্রতিপক্ষ’ নামের নাটকটি রচনা করেছেন প্রসূণ রহমান। ইতিমধ্যে রাজধানীর উত্তরায় জাকিয়া বারী মম ও নাঈমকে কেন্দ্র করে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।


নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘সহকারী কিংবা প্রধান সহকারী হিসেবে মননকে অনেক নাটকেই পেয়েছি। কাজের প্রতি তার একাগ্রতা, আন্তরিকতা সবসময়ই অনেক বেশি ছিলো। যে কারণে আজ নিজেকে পরিণত করে একজন পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে তিনি যাত্রা শুরু করেছেন। তার জন্য আমার শুভ কামনা। তার প্রথম কাজটিই অনেক ভালো। গল্পটি দারুণ। আমি আর নাঈম চেষ্টা করেছি একটি ভালো কাজ দাঁড় করাতে। বাকিটা নির্ভর করছে দর্শকের উপর।’


এদিকে নাঈম বলেন, ‘গল্পটা সত্যিই ব্যতিক্রম। প্রসূণ রহমান দারুণ একটি গল্প লিখেছেন। সচরাচর এই ধরনের গল্প পাওয়া যায় না। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে। আমাকে এবং মমকে দর্শক নতুনরূপে দেখতে পাবে এখানে।’ পরিচালক মনন আসাদ জানান, ২৮ অক্টোবর রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’।


এদিকে গত ঈদে মম অভিনীত বেশকিছু ভালো ভালো নাটক দর্শককে দারুণভাবে মুগ্ধ করে। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিহাব শাহীনের ‘এক্সফ্যাক্টর গেম ওভার’, গোলাম মুক্তাদীর শানের ‘হট অ্যান্ড স্পাইসি’, মিজানুর রহমান আরিয়ানের ‘কাপল’ ইত্যাদি। এদিকে ঈদের আগে স্ত্রী নাদিয়াকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন নাঈম। যে কারণে ঈদে খুবে বেশি নাটকে দেখা যায়নি তাকে। তারপরও স্ত্রীর সাথে তাকে অভিনয় করতে দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘মানিব্যাগ’, ‘রেশমী’ পিকলু চৌধুরীর ‘মিস ম্যাচ’ ও সকাল আহমেদ’র ‘সোনার কাঠি রূপার কাঠি’ নাটকে।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com