শিরোনাম
ব্রিটেনে কনসার্টে হামলা : তারকাদের প্রতিক্রিয়া
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৪:৫২
ব্রিটেনে কনসার্টে হামলা : তারকাদের প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের পপ কনসার্টে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। আর আহতের সংখ্যা পৌঁছেছে ৫৯ জনে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হলিউড ও বলিউডের একাধিক তারকা।


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। সেই সঙ্গে শোক ও সন্ত্রাসী হামলার নিন্দা প্রকাশ করেছেন। এদের মধ্যে আছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, হলিউডের কেটি পেরি, টেইলর সুইফট, সেলেনা গোমেজ, নিকি মিনাজ, ডোয়াইন জনসন, হ্যারি স্টাইলসসহ অনেকে।


মার্কিন গায়িকা আরিয়ানার কনসার্ট শেষে এই বিস্ফোরণে তিনি নিজে অক্ষত আছেন। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি।’


প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আমার ভাবনায় এবং প্রার্থনায় এই মুহূর্তে আছেন আরিয়ানা গ্রান্ডে। এবং যারা ম্যানচেস্টার কনসার্টে আহত ও নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার প্রার্থনা। এই বিশ্বে এসব কি ঘটছে!’


কেটি পেরি লিখেছেন, ‘আজকে রাতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমার হৃদয় ব্যথিত। আরিয়ানার প্রতি সমবেদনা। এই বিশ্বের সকল রাষ্ট্রের জন্য প্রার্থনা।’


টেইলর সুইফট লিখেছেন, ‘আজ রাতে ম্যানচেস্টার কনসার্টে যারা হতাহত হয়েছেন, তারা আমার চিন্তায়, প্রার্থনায় ও অশ্রুর মাঝে আছেন। সবার প্রতি আমার ভালোবাসা।’


হ্যারি স্টাইলস লিখেছেন, ‘ম্যানচেস্টার কনসার্টে আজ রাতে হতাহতদের জন্য আমার হৃদয় ব্যথিত। সবার উদ্দেশ্যে রইল আমার ভালোবাসা।’


নিকি মিনাজ লিখেছেন, ‘আমার হৃদয় তোমার জন্য দুঃখ পাচ্ছে আমার বোন আরিয়ানা এবং এই মর্মান্তিক হামলায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। ঘটনাটি শুনে খুব দুঃখ পেয়েছি।’


অভিনেতা ডোয়াইন জনসন লিখেছেন, যারা হামলার শিকার হয়েছেন, তাদের ও তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা। সবাই মন শক্ত রাখুন।’


সেলেনা গোমেজ লিখেছেন, ‘ম্যানচেস্টারে হতাহতদের প্রতি রইল আমার প্রার্থনা ও ভালোবাসা।’


বড় ধরনের কনসার্ট ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে বেশ জনপ্রিয় এই ম্যানচেস্টার অ্যারেনা। এখানে একসঙ্গে প্রায় ২১ হাজার দর্শনার্থীর ধারণক্ষমতা রয়েছে। এই কনসার্টে অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ছিলেন। হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com