শিরোনাম
রাজবাড়ীতে বৃহত্তর ফরিদপুর জেলা গণসঙ্গীত উৎসব
প্রকাশ : ২২ মে ২০১৭, ২১:৩২
রাজবাড়ীতে বৃহত্তর ফরিদপুর জেলা গণসঙ্গীত উৎসব
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৃহত্তর ফরিদপুর জেলা গণসঙ্গীত উৎসব।


সোমবার বিকেলে শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তী, বৃহত্তর ফরিদপুর জেলা গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অসীম কুমার পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।


রাতে গণসঙ্গীত উৎসবে ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ৮টি দল সঙ্গীত পরিবেশন করেন।


বিবার্তা/শিহাবুর/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com