শিরোনাম
একই চলচ্চিত্রের সব গানে লিজা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২০:২৪
একই চলচ্চিত্রের সব গানে লিজা
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

প্লে-ব্যাকে লিজার যাত্রা শুরু হয়েছিলো শাহীন কবির টুটুল পরিচালিত ‘এই তো ভালোবাসা’সিনেমায় তৌসিফের সঙ্গে সিনেমাটির টাইটেল গানে কন্ঠ দিয়ে। এরপর আরো বেশকিছু চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি।


তবে যতোগুলো সিনেমাতে তিনি প্লে-ব্যাক করেছেন প্রত্যেকটিতেই তিনি একটি করে গান গেয়েছেন। কিন্তু এবারই প্রথম তিনি একটি সিনেমার সবগুলো গানে কন্ঠ দিচ্ছেন। এরইমধ্যে দুটি গানে তিনি কন্ঠ দিয়েছেন। আর বাকী দুটি গানে কন্ঠ দিবেন আগামী সপ্তাহে।


কাশেম মণ্ডল পরিচালিত হরর সিনেমা ‘প্রেতাত্মা’র সবগুলো গানে কন্ঠ দিবেন। সিনেমাটিতে গান থাকবে মোট চারটি। গানগুলো লিখেছেন সিনেমার পরিচালক নিজিই।সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস ডি বাবুল। যে দুটি গানের রেকর্ডিংয়ের কাজ লিজা করেছেন সে দুটি গান হচ্ছে ‘তুমি যে আমার কাছে সবচেয়ে দামী’এবং ‘এ জীবনে আমি শুধু তোমায় চেয়েছি’।


লিজা বলেন, ‘যেহেতু গ্রামীণ পটভূমিতে ভৌতিক একটি সিনেমা এটি। গানগুলোর কথা যেমন চমৎকার ঠিক তেমনি সুরও অসাধারণ। গানগুলো গাইতে আমার খুব ভালো লেগেছে। আমি সত্যিই মুগ্ধ। আশা করি বাকী দুটি গানও খুব ভালো হবে।’


এদিকে বাজারে লিজার দুটি একক এ্যালবাম রয়েছে। একটি ‘লিজা পার্ট-১’ এবং অন্যটি ‘পাগলী সুরাইয়া’। এছাড়া দুটি টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেন লিজা। আরটিভিতে প্রতি বৃহস্পতিবার প্রচার হয় তার উপস্থাপনায় ‘মিউজিক স্টেশন’এবং বৈশাখীতে প্রতি শনিবার প্রচার হয় ‘মিউজিক ট্রেন’।


গতমাসে কানাডাতে দুটি শো শেষ করে এসেছেন লিজা। আসছে ডিসেম্বরে তিনি আবারো দেশের বাইরে যাবেন স্টেজ শোতে।


বিবার্তা/অভি/মৌসুমী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com