শিরোনাম
ধীরে ধীরেই এগিয়ে চলেছেন চৈতী
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:২৬
ধীরে ধীরেই এগিয়ে চলেছেন চৈতী
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

২০০২ সালে ‘লাক্স আনন্দধারা’ প্রতিযোগিতায় কুসুম শিকদার চ্যাম্পিয়ন হয়েছিলেন। সে বছরই এই প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছিলেন বি.বাড়িয়ার মেয়ে তেরেসা মুস্তাফিজ চৈতী। কিন্তু সে সময় অভিনয়ে কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার তার ভীষণ আগ্রহ থাকলেও পরিবার থেকে কিছুটা অসম্মতি ছিলো। যে কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র‌্যাম্প তারকা বিবি রাসেলের সঙ্গেই কাজ করেছেন আট বছরের কিছুটা বেশি সময়। আর তাই লাক্স প্রতিযোগিতা থেকে বের হবার পর অভিনয়ে তার দেখা মিলেনি।


তবে লাক্স প্রতিযোগিতায় আসার আগেই তিনি আফজাল হোসেনের নির্দেশনায় ‘সানক্রেস্ট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। অনেকটা সময় চলে যাবার পর অভিনয়ের প্রতি চৈতীর অদম্য আগ্রহ দেখে পরিবার থেকে সম্মতি মিলেছে।


তিনি প্রথম অভিনয় করেন হুমায়ূন আহমেদের নির্দেশনায় ‘কালা কইতর’ধারাবাহিক নাটকে। এরপরই সুযোগ পান হুমায়ূন আহমেদের নির্দেশনায় ‘নয় নম্বর বিপদ সংকেত’চলচ্চিত্রে কাজ করার। এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে কাজ করেছেন চৈতী। আরেকটি হচ্ছে মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’যা চলতি বছরের শুরুতে মুক্তি পায়।


এই সময়ে এসে চৈতী অভিনয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘পরম্পরা’, ‘লেডি গোয়েন্দা’, ‘গায় মানে না আপনি মোড়ল’এবং ‘ডিবি’।


চৈতী বলেন, ‘ আমি সবসময়ই একটু ধীর স্থির গতিতে বিশ্বাসী। যে কারণে আমার মিডিয়ার ক্যারিয়ারে কখনোই একসঙ্গে অনেক কাজ করা হয়ে উঠেনি। আমি একটু চুপচাপ থাকতে যেমন ভালোবাসি, স্বাচ্ছন্দ্যবোধ করি। ঠিক তেমনি ভালো কাজ কম হোক কিন্তু মান ধরে রেখে কাজ করার চেষ্টা করি। দর্শকের কাছ থেকে অল্প কাজ করেই যে পরিমান সাড়া পাই তাতেই সন্তুষ্ট আমি।’


মুস্তাফিজুর রহমান ও খালেদা পারভীনের একমাত্র কন্যা চৈতী। তার ভাই উদয় জাপানে থাকেন। ‘সানক্রেস্ট’ছাড়া তার উল্লেখযোগ্য বিজ্ঞাপন হচ্ছে ‘তিব্বত’, ‘মেরিল’, ‘হুইল’, ‘মুসকান’। এসব বহুজাতিক কোম্পানীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।


এদিকে ২৭ অক্টোবর চৈতীর জন্মদিন। জন্মদিনটিতে কোনো শুটিং রাখেননি তিনি। আর তাই বাবা-মায়ের সঙ্গেই সময় কাটবে রাজধানীর মিরপুরের বাসায়। চৈতী তার জন্মদিনে তার ভক্ত দর্শকের কাছে দোয়া চেয়েছেন।


বিবার্তা/অভি/মৌসুমী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com