শিরোনাম
ইমনের কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২০:১২
ইমনের কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

চিত্রনায়ক ইমন ফ্রান্সে টানা ২৫ দিন শুটিংসহ ঘুরে বেড়িয়েছেন নিজের মতো করে। সেখানে ২৫ দিন থাকার পর চারদিন আগে দেশে ফিরেছেন। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম শেষে আবারো তিনি শুটিংয়ে ফিরেছেন। তবে সিনেমার শুটিংয়ে নয়। এবার নিজের অনেক ভালোলাগার একটি গল্পর নাটকে অভিনয় করছেন তিনি।


নাটকের নাম ‘আমি ডিভোর্স চাই’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সঞ্চয় বড়ুয়া। নাটকের দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন ও হিমি। এবারই প্রথম ইমন ও হিমি ছোটপর্দায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন।


নাটকে ইমন ও হিমি স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করছেন যেখানে ইমন অভিনয় করছেন রাফি চরিত্রে এবং হিমি অভিনয় করছেন সিনথিয়া চরিত্রে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করছেন মনিরা মিঠু, নাজনীন হাসান চুমকী, ষ্মরণ সাহা’সহ আরো অনেকে।


নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, যখন আমি ফ্রান্সে ছিলাম তখনই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। গল্প পড়েই আমার ভীষণ ভালোলাগায় কাজটি করতে সম্মতি জানিয়েছি। এতে আমার সহশিল্পী কে হবেন না হবেন সে বিষয়েও আমি কিছু বলিনি। অবশ্য এ নিয়ে কখনোই আমার বলার কিছু থাকে না। শুটিং করতে এসে দেখলাম আমার বিপরীতে অভিনয় করছেন হিমি। অভিনয়ে হিমি নতুন হলেও বেশ ভালো অভিনয় করছেন তিনি। কাজটি নিয়ে সত্যিই আমি অনেক বেশি আশাবাদী। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।


ইমন ও হিমি এবারই প্রথম সঞ্জয় বড়ুয়ার নির্দেশনায় অভিনয় করছেন। হিমি বলেন, এরইমধ্যে অনেক প্রতিথযশা নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। কিন্তু সঞ্চয় বড়ুয়া দাদার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। তিনি খুব গুছিয়ে কাজ করেন। আমার খুবই ভালোলাগছে কাজটি করে।


পরিচালক জানান শিগগরিই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি।


এদিকে ফ্রান্সের প্যারিসে স্বপন আহমেদের নির্দেশনায় টেলি মুভি ‘প্যারিসের চিঠি’র কাজ শেষ করে এসেছেন। এছাড়া ইমন অভিনীত স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এমনও তো প্রেম হয়’ ও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘অবুঝ ভালোবাসা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।


একক নাটকে কাজ করার পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকগুলো হচ্ছে ‘তবুও ভালোবাসি’, ‘অন্ধকারে অন্তরালে’, ‘জলে ভেজা রং’ এবং ‘শূণ্য একটি সংখ্যা’। এছাড়া আসছে ২৫ নভেম্বর মুক্তি পাবে কলকাতায় মুক্তি পাবে হিমি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com