শিরোনাম
শেক্সপিয়রের মৃত্যুবার্ষিকীতে বিশেষ কর্মশালা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:১৪
শেক্সপিয়রের মৃত্যুবার্ষিকীতে বিশেষ কর্মশালা
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। শেক্সপিয়রের নাটক: বিষয়বস্তু, বৈশিষ্ট এবং অভিনয় শৈলী শিরোনামে বিভিন্ন নাট্য সংগঠনের ৮০জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে গত ১৪ অক্টোবর থেকে এ কর্মশালা শুরু হয়েছে, চলবে আগামী ২৯ অক্টোবর ২০১৬ পর্যন্ত।


কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যসারথী জনাব আতাউর রহমান। জাতীয় নাট্যশালার ১নং মহড়া কক্ষে কর্মশালা চলছে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।


গত ১৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন রামেন্দু মজুমদার এবং অধ্যাপক আব্দুস সেলিম ও আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী দিনে লেকচার প্রদান করেন নাট্যসারথী জনাব আতাউর রহমান।


গত ১৫ অক্টোবর বিকাল ৪টা-৬টা শেক্সপিয়রের উপর নির্মিত বিভিন্ন ফিল্ম প্রদর্শনী শেষে লেকচার প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং কর্মশালা ভিত্তিক ৫টি দল তৈরি করেন। প্রত্যেকটি দল ১টি নাটকের বাছাইকৃত অংশ মঞ্চস্থ করবে।


নাটকগুলো হলো- ইম্প্রোভাইজেশন প্রযোজনা: ১। ম্যাকবেথ, অনুবাদ- সৈয়দ শামসুল হক উপদেস্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন কামালউদ্দিন কবির, ২। ওথেলো, অনুবাদ- মুনীর চৌধুরী ও কবীর চৌধুরী উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন সম্রাট প্রামাণিক, ৩। মার্চেন্ট অব ভেনিস, অনুবাদ- অধ্যাপক আব্দুস সেলিম উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আল জাবির, ৪। টেম্পেস্ট, অনুবাদ- সৈয়দ শামসুল হক উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ সিডনী এবং ৫। টেমিং অব দ্যা শ্রু, অনুবাদ- মুনীর চৌধুরী উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আহমেদ মুকুল।


কর্মশালার মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক জনাব আলী আহমেদ মুকুল। উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর ২০১৬ বিকাল সাড়ে ৫টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সমাপনী আয়োজন ও বাছাইকৃত ৫টি নাটকের প্রদর্শনী।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com