শিরোনাম
ছোটপর্দায় অভিনয়ে ফেরেননি চঞ্চল
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ২২:৪১
ছোটপর্দায় অভিনয়ে ফেরেননি চঞ্চল
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ‘দক্ষিণ এশীয় ফিল্ম ফ্যাস্টিভ্যাল’র ১১তম আসরে অংশগ্রহণ শেষে দু’দিন আগে দেশে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।


উৎসবে চঞ্চল চৌধুরী অভিনীত ও অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় এবং শেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে।


এদিকে এরইমধ্যে চঞ্চল অভিনীত ‘আয়নাবাজি’ চলচ্চিত্র ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে। দেশের সিনেমাপ্রেমী দর্শকেরা বেশ আগ্রহ নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করছেন।


সংস্কৃতি অঙ্গনসহ দেশের নানা স্থানে চলছে ‘আয়নাবাজি’ নিয়ে আলোচনা। বিশেষ করে চলচ্চিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় প্রশংসিত হচ্ছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করে যেমন দর্শককে মুগ্ধ করেছিলেন ঠিক তেমনি ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও চঞ্চল ছয়টি ভিন্ন চরিত্রে অভিনয় করে সাতবছর পর আবারো দর্শককে মুগ্ধ করেছেন।


এরইমধ্যে চার/পাঁচটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাবও পেয়েছেন চঞ্চল চৌধুরী। কিন্তু কোনো চলচ্চিত্রেই কাজ করতে সম্মতি জানাননি চঞ্চল। চঞ্চল বলেন, এরইমধ্যে আমার কাছে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব এসেছে। কিন্তু একটি চলচ্চিত্রেরও গল্প আমার কাছে ভালো লাগেনি। ভালোই যদি না লাগে তাহলে আগামী দু’চার বছরে নতুন কোনো চলচ্চিত্রে আমাকে দেখা যাবে না। কারণ মনপুরা’র পর আামর অভিনীত আয়নাবাজি দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। ঠিকই একই উচ্চতার চলচ্চিত্রের গল্প নিয়ে যদি চলচ্চিত্র নির্মিত না হয় তাহলে কাজ করবো না আমি। ‘মনপুরা’ কিংবা ‘আয়নাবাজি’তেই না হয় মুগ্ধ হয়ে থাকুক আমার দর্শক।


এদিকে প্রায় দুই মাস যাবত ছোটপর্দার কোনো কাজ করছেন না চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’র শুটিং-এর সময়ও তিনি পাঁচ/ছয় মাস শুটিং করতে পারেননি। যে কারণে অর্থনৈতিকভাবেও তাকে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।


চঞ্চল বলেন, আমি বা আমরা যারা অভিনয় করেই জীবন যাপন করি তারাতো আসলে শ্রমিকের মতোই। কাজ না করলে খাবো কী! কিন্তু এখন আয়নাবাজি যে উচ্চতায় চলে গেছে, তাতে কোন নাটকে যে অভিনয় করবো তা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে আছি। কিন্তু উপায়ও নেই, নাটক টেলিফিল্মে অভিনয়তো করতেই হবে। তা না হলে জীবনতো চলবে না।


চঞ্চল চৌধুরী এখনো জানে না ঠিক কবে তিনি ছোটপর্দার জন্য কাজ শুরু করবেন। সর্বশেষ তিনি গত ৯ সেপ্টেম্বর নিয়াজ মাহবুবের নির্দেশনায় ‘মার্কামারা’ ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।


বিবার্তা/অভি/কাফী


ছবি : মোহসীন আহমেদ কাওছার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com