শিরোনাম
মঞ্চেই মৃত্যু নৃত্যশিল্পীর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১১:৫০
মঞ্চেই মৃত্যু নৃত্যশিল্পীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ মঞ্চে পড়ে যান নৃত্যশিল্পী। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মঞ্চে নাচের সময় এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে।

 

রবিবার সন্ধ্যায় পুণের ভারত নাট্যমন্দিরে নাচের অনুষ্ঠান করছিলেন বছর চুয়াল্লিশের এই শিল্পী। নাচের অনুষ্ঠান শেষ হতে না হতেই মঞ্চে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন অশ্বিনী। তার স্বামী ও এক ছেলে রয়েছে।

 

অশ্বিনীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মরাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগতে। সোনালি কুলকার্নি, রবি যাদবের মতো অভিনেতা-অভিনেত্রীরা টুইটারে শোক প্রকাশ করেছেন।

 

বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন অশ্বিনী। এমনকি, মরাঠি নাটক ও থিয়েটার দুনিয়াতেও জনপ্রিয় ছিলেন। আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তবে এসবের থেকেও নাচের প্রতি তার আলাদা একটা টান ছিল। ভরতনাট্যম শিখেছিলেন। তাই অভিনয়ে এলেও সেই নাচটাকে কখনোই ভোলেননি। ছবি এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করে বেড়াতেন তিনি।

 

অশ্বিনীর মৃত্যুতে শোকস্তব্ধ তার সহ-অভিনেতা ভাগ্যেশ দেশাই। অশ্বিনীর সঙ্গে আসন্ন একটি মরাঠি ছবিতে কাজ করছিলেন তাঁরা। ডিসেম্বরেই ওই ছবি মুক্তি পাওয়ার কথা। ছবির শ্যুটিং শেষ হলেও ডাবিং করার কথা ছিল অশ্বিনীর। ভাগ্যেশ জানান, শনিবার ওই ছবির প্রচারমূলক ফটোশ্যুট করার কথা ছিল অশ্বিনীর। কিন্তু নাচের অনুষ্ঠানের জন্য তা বাতিল করেছিলেন তিনি।

 

শিল্পী সত্তার বাইরেও আরো একটি দিক ছিল অশ্বিনীর। নারী অধিকার ও পরিবেশ বিষয়ক বিভিন্ন আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিতেন তিনি।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com