শিরোনাম
প্রীতমের সুর সঙ্গীতে নতুন গানে ডলি সায়ন্তনী
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ২১:৩৩
প্রীতমের সুর সঙ্গীতে নতুন গানে ডলি সায়ন্তনী
ছবি : গোলাম সাব্বির
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

ঈদের পর টানা বেশ কয়েকদিন মালয়েশিয়ায় থাকার পর দু’দিন আগে দেশে ফিরেছেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দেশে ফিরেই তিনি তরুণ সুরকার সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে যোগাযোগ করেছেন।


এবার তাকে দিয়েই নতুন একটি গান করবেন ডলি সায়ন্তনী। গানটি কেমন হবে সে সম্পর্কে একটি ধারনাও দিয়েছেন ডলি। ডলি বলেন, ভালোবাসা দিবসের আগে এবার একটু ফোঁক ঘরানার গান করবো। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজনে একটু নতুনত্ব থাকে সেদিক বিবেচনা করেই প্রীতমকে দিয়ে গান করাচ্ছি। গানটির রেকর্ডিং শেষে বেশ আয়োজন করেই এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। কোনোরকম কার্পণ্য থাকবে না। হতে পারে নতুন বছরে নতুন রূপে আমাকে গানে উপস্থাপনের জন্য এটি নতুন একটি চ্যালেঞ্জও। তাই এই গানটি আমি বেশ যত্ন নিয়েই করতে চাচ্ছি।


ডলি সায়ন্তনী জানান, সপ্তাহ দু’য়েকের মধ্যেই গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এর পরপরই মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নেবেন তিনি।


এদিকে বিশ দিনেরও বেশি বড় মেয়ে কথাকে নিয়ে মালয়েশিয়া ছিলেন ডলি সায়ন্তনী। সেখানে তিনি সেগে ইউনিভার্সিটিতে কথাকে বিবিএ-তে ভর্তি করিয়ে এসেছেন।


সম্প্রতি ডলি সায়ন্তনীর সর্বশেষ একক অ্যালবাম ‘একলা হবি’ বাজারে আসে সাউন্ডটেকের ব্যানারে। কিন্তু ডলি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামটির বাজারজাত করণের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হয়নি। ‘একলা হবি’ এ্যালবামে মোট গান ছিলো আটটি। সুর সঙ্গীতায়োজন করেছেন নাজির মাহমুদ, মাহমুদ জুয়েল ও ফিরোজ।


১৯৮৯ সালে ডলি সায়ন্তনীর প্রথম একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসার পর মাসুদ পারভেজ পরিচালিত ‘ঘেরাও’ চলচ্চিত্রে আলম খানের সুর সঙ্গীতে প্রথম প্লে-ব্যাক করেন। এই চলচ্চিত্রের পাঁচটি গানে কন্ঠ দেন তিনি। এখন পর্যন্ত ১৫টি একক অ্যালবাম তার বাজারে রয়েছে।


এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালিয়া, নিতাইগঞ্জে জমছে মেলা, এক জনমে বিশেষভাবে উল্লেখযোগ্য।


এদিকে রোজার ঈদের আগে ডলি সায়ন্তনী সর্বশেষ মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ চলচ্চিত্রে ফিরোজ প্লাবনের সুর সঙ্গীতে প্লে-ব্যাক করেছিলেন। ঈদ উল আযহায় তিনি প্রথমবারের মতো অভিনয় করেন। আরিফ খানের নির্দেশনায় ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ নাটকে অভিনয় করেন।


এতে তার সহশিল্পী ছিলেন শুভ্রদেব, আগুন, মেহরাব, সিঁথি সাহা ও পড়শী। জীবনে প্রথম অভিনয় করলেও ডলি সায়ন্তনীর অভিনয় বেশ প্রশংসিত হয়। উল্লেখ্য প্রীতম প্রয়াত কন্ঠশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে। প্রীতমের বড় ভাই প্রতীক হাসান।


বিবার্তা/অভি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com