শিরোনাম
অভিনয়ে ফিরছেন ডা. আশীষ কুমার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৭:৩২
অভিনয়ে ফিরছেন ডা. আশীষ কুমার
ছবি: মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

‘সেবাই মহৎ ধর্ম’ -এ বিষয়টিকে ছোটবেলা থেকেই মাথায় নিয়ে বড় হয়েছেন তিনি। যে কারণে জীবনের চলার পথে মহৎ পেশা হিসেবে ডাক্তারি পেশাকেই বেছে নিয়েছেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। মানুষকে সেবা দেবার পাশাপাশি তিনি মাঝে মধ্যে অভিনয়ও করেন আবার বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন।


সর্ব প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’-এ অভিনয় করেন ডা. আশীষ। এরপর আরো বেশকিছু নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। পাশাপাশি তিনি দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন।


তবে ডা. আশীষ জানান, মাঝে বেশ কিছুদিন পেশাগত কাজে ব্যস্ত থাকার কারণে অভিনয় থেকে অনেক দূরে ছিলেন। শিগগিরই তিনি নতুন একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন যার গল্প এবং চরিত্র তার খুব পছন্দ হয়েছে।


ডা. আশীষ বলেন, ‘আমি সবসমই চেষ্টা করি আমার পেশার সাথে মানানসই, আমার চরিত্রের সাথে মানানসই কিছু করতে। তেমনি একটি কাজ করবো আমি। সময়ের জন্য অপেক্ষা করছি। দর্শকের কাছে নতুন কিছু নিয়ে আসছি।’


এদিকে ২৪ অক্টোবর, সোমবার ডা. আশীষের জন্মদিন। নিজের জন্মদিনেও মানুষকে সেবা দান থেকে বিরত থাকবেন না তিনি। রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল কার্ডিয়াক হাসাপাতাল’-এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবেন তিনি। কারণ এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তিনি। তবে সন্ধ্যার পর স্ত্রী নীতু ও একমাত্র সন্তান দিব্যময়কে নিয়ে তিনি ‘আয়নাবাজি’ সিনেমা উপভোগ করবেন।


ডা. আশীষ ফারুকীর নির্দেশনায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। এছাড়া তার অভিনীত অন্য নাটকগুলো হচ্ছে অমিতাভ রেজার ‘ইচ্ছে হলো’, ফারুকীর ‘উপসংহার’, আলী ফিদা একরাম তোজোর ‘পেরেন্টস ক্যাডেটস’। এছাড়া তিনি আরো অনেক নির্দেশকের নির্দেশনায় নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন।


ফারুকীর নির্দেশনায় তিনি ‘ওয়ারিদ’ এবং তন্ময় তানসেনের নির্দেশনায় ‘আলীতালা ওলিভওয়েল’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একজন প্রতিথযশা ডাক্তার হিসেবে তিনি দেশের প্রায় সবগুলো চ্যানেলেই রোগীদের জন্য পরামর্শ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অসংখ্যবার।


দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখে তার এমন গুরুত্বপূর্ণ লেখাও ছাপা হয় প্রতিনিয়ত। সর্বশেষ ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর সার্বিক তত্ত্বাবধানে কয়েকবছর আগে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ওল্ড ইজ গোল্ড’ কনসার্টটি ব্যাপক আলোড়ন তুলেছিলো। একজন সংগঠক হিসেবে তার ভূমিকা সবসময়ই প্রশংসার।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com